অক্ষয়ের সঙ্গে সালমানের ছবি আসছে না
৯ জুলাই ২০২০ ০৯:৪০ | আপডেট: ৯ জুলাই ২০২০ ০৯:৪৮
অক্ষয় কুমারের ‘সূর্যবংশী’ ও রনবীর সিংয়ের ‘৮৩’ সিনেমা হলে মুক্তির ঘোষণার পর পুরো বলিউড ইন্ডাস্ট্রি নড়েচড়ে বসেছিলো। কারণ সবাই যখন অনলাইনে ছবি মুক্তির ঘোষণা দিচ্ছিলো তখন অনেকেই হতাশ হচ্ছিলো। ‘সূর্যবংশী’ দিওয়ালিতে এবং ‘৮৩’ বড়দিনে মুক্তি পাবে। গুঞ্জন উঠেছে সালমান খানের ‘রাধেঃ দ্য ওয়ান্টেড ভাই’ ছবিটিও দিওয়ালিতে মুক্তি পাবে। তবে সালমান ঘনিষ্ঠ একটি সূত্র খবরটি উড়িয়ে দিয়েছেন।
সূত্রটি বলিউড হাঙ্গামাকে বলছে, সালমানের সঙ্গে অক্ষয়ের ক্লাশের খবর সত্য নয়। তাছাড়া সালমান বা তার মত সুপারস্টাররা ছবি মুক্তির ব্যাপারে কোন তাড়াহুড়া করছেন না। তারা চাইছেন করোনাভাইরাসের হাত থেকে মানুষ আগে বাঁচুক। স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসুক। এরপর মুক্তির তারিখ নিয়ে চিন্তা করা যাবে।
এছাড়া ‘রাধে’র বেশ অনেকখানি শুটিং বাকি রয়েছে। যা সালমান খানের টিম আগামী আগস্টে করার পরিকল্পনা করছে। ফলে প্রযোজকের পক্ষে দিওয়ালিতে আসা কঠিন হয়ে যাবে।