Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হলিউডের ‘ম্যাট্রিক্স ৪’-এ প্রধান চরিত্রে প্রিয়াঙ্কা


৮ জুলাই ২০২০ ১১:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হলিউড অভিনেতা কিয়ানু রিভেসের সঙ্গে ছবিতে অভিনয় করতে চলেছেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। জনপ্রিয় ফ্রাঞ্চাইজ ‘ম্যাট্রিক্স ৪’-এ প্রধান চরিত্রে দেখা যাবে তাকে। প্রিয়াঙ্কা ছাড়াও অভিনয় করছেন ক্যারি-অ্যান মোস, দ্বিতীয় ইয়াহিয়া আবদুল-মাটেন এবং নীল প্যাট্রিক হ্যারিস।

লকডাউনের আগে ‘ম্যাট্রিক্স ৪’ ছবির শুটিং শুরু হয়েছিল সান ফ্রান্সিসকোতে। কিন্তু মার্চ মাসে লকডাউনের কারণে বন্ধ হয়ে যায় শুটিং। এখন পরিস্থিতি একটু স্বাভাবিক হচ্ছে, তাই সমস্ত স্বাস্থ্যবিধি মেনে বার্লিনে আবার শুরু হয়েছে এ ছবির শুটিং। কাজ শুরু করেছেন প্রিয়াঙ্কাও। সব ঠিক থাকলে ২০২২ সালের ১ এপ্রিল ছবিটি মুক্তি পাবে।

বিজ্ঞাপন

অভিনয়ের পাশাপাশি স্বামী নিক জোনাসকে সঙ্গে নিয়ে প্রযোজনার কাজও চালিয়ে যাচ্ছেন প্রিয়াঙ্কা। আমাজন প্রাইমের সঙ্গে দু’বছরের জন্য মিলিয়ন ডলারের চুক্তি সই করেছেন তিনি। আমাজন প্রাইমের জন্য দুটি প্রজেক্ট শুরু করেছেন তারা। তার একটি হচ্ছে রিয়েলিটি ডান্স শো- ‘সংগীত’। এটি তাদের বিয়ের সংগীত থেকে অনুপ্রাণিত। এখানে বর এবং কনের পরিবারগুলি বিজয়ী ট্রফির জন্য একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে। অন্যটি হল ‘অ্যান্টনি অ্যান্ড জো রুসোস সিটাডেল’। এটি একটি স্পাই ড্রামা। এখানে প্রিয়াঙ্কাকে ‘গেম অফ থ্রোনস’ এবং ‘বডিগার্ড’র রিচার্ড ম্যাডেনের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে।