মঞ্চ জাগার প্রত্যাশায় ‘লোক নাট্যদল’র প্রতিষ্ঠাবার্ষিকী
৫ জুলাই ২০২০ ২১:৫৫ | আপডেট: ৫ জুলাই ২০২০ ২১:৫৬
‘মহামারীকে পরাভূত করে আবার মঞ্চ জাগবে’ এই প্রত্যাশায় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে দেশের অন্যতম নাট্যসংগঠন ‘লোক নাট্যদল’। সোমবার (৬ জুলাই) তাদের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৮১ সালের এদিনে দেশের নাট্যঙ্গনে যাত্রা শুরু করে এই দলটি।
৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ভিন্ন প্রেক্ষিতে লোক নাট্যদল উদযাপন করছে তাদের বর্ষপূর্তি। ব্যাপক মহামারী সংক্রমণের কারণে আয়োজনে রয়েছে ভিন্নতা- দলের পক্ষ থেকে দেশের সকল নাট্যদর্শক, পৃষ্ঠপোষক, সহযাত্রী নাট্যশিল্পী ও শুভানুধ্যায়ীদের ডিজিটাল মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছে। এছাড়াও সোমবার (৬ জুলাই) রাত আটটায় লোক নাট্যদল (বনানী)র পক্ষ থেকে অনলাইনে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। এ অনুষ্ঠানে দেশের বিশিষ্ট নাট্যজনসহ নাট্যাঙ্গনের সকল সহযাত্রী নাট্যবন্ধু, দলের দীর্ঘ প্রায় চার দশকের সকল সদস্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, কোভিড-১৯ পরবর্তী পরিস্থিতিতে নাটক মঞ্চায়নে করণীয় সম্পর্কে আলোচনা, নাটক থেকে পাঠ এবং সংগীত পরিবেশন করা হবে।
একই সঙ্গে দলটি চলমান বিরূপ পরিস্থিতিতে দলের পক্ষ থেকে নাটকের মঞ্চ ও এর নেপথ্যের কলাকুশলীদের সহায়তা কার্যক্রম এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। পাশাপাশি দেশের সচেতন সকল মানুষকে এ দূর্যোগে থিয়েটার এর স্বজনদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে।