‘মাস্টারজি’কে ফিরিয়েছিলেন সালমান
৪ জুলাই ২০২০ ১৫:১১ | আপডেট: ৪ জুলাই ২০২০ ১৫:৪৩
নতুন এলে পুরাতনকে তার জন্য পথ ছেড়ে দিতে হয়। তাই বলে পুরোনোর আবেদন কোনদিন হারায় না। বলিউডের সদ্য প্রয়াত নৃত্য পরিচালক ‘মাস্টারজি’ সরোজ খানের বেলায়ও এমনটা ঘটে ছিলো। এক সময়ের শীর্ষ নৃত্য পরিচালক লোকচক্ষুর অন্তরালে চলে যাচ্ছিলেন। সে সময়ে তার দিকে হাতটা বাড়িয়ে দেন ‘ভাইজান’ সালমান খান।
সরোজ খানের মুদ্রায় নাচেননি এমন তারকা বলিউডের গত চার দশকের ইতিহাসে খুঁজে পাওয়া দুষ্কর। প্রভাবশালী এ কোরিওগ্রাফার রেমো ডি সুজা, সমক দাবর, প্রভুদেবা, গণেশ আচার্য, গণেশ হেগড়ের মতো নতুনদের কারণে কাজ পাচ্ছিলেন না।
সে সময়ে ‘মাস্টারজি’কে সহায়তা করেন সালমান। এক সাক্ষাৎকারে এ ঘটনার কথা জানিয়েছিলেন তিনি। তিনি বলেন, ‘আমার ক্যারিয়ারে এমন একটা সময় গিয়েছে যে আমাকে কোনো ছবির কোরিওগ্রাফির জন্য ডাকা হতো না। তখন সিদ্ধান্ত নিই ব্যক্তিগতভাবে তারকাদের নাচ শেখাবো। আর এক কথা সালমানকে আমি শেয়ার করি। তখন সে আমাকে বলে এখন থেকে আমার ছবিতে কাজ করবেন আপনি।’
এরপর ধর্ম প্রোডাকশনের ‘কলঙ্ক’ ছবি দিয়ে বলিউডে কামব্যাক করেন সরোজ।