সুমনের কথা ও সুরে আসিফের গান
৩ জুলাই ২০২০ ১৫:৫৮ | আপডেট: ৩ জুলাই ২০২০ ১৮:৪০
কলকাতার বিখ্যাত শিল্পী কবির সুমন সাধারণের জন্য গান করেন। গানে গানে বহুবার জানিয়েছেন অন্যায়ের প্রতিবাদ। এ শিল্পী এবার ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মারা যাওয়া সিরিয়ান শরণার্থী শিশু আইলানকে নিয়ে গান লিখেছেন। ‘সিরিয়ার ছেলে’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী আসিফ আকবর।
‘সিরিয়ার ছেলে’ গানটির সুরও করেছেন কবীর সুমন। গানটির কথা এরকম ‘কে তোমার আম্মা কে তোমার বাবা/ কাদের বোমায় ছিলো যুদ্ধের থাবা/ কাকে বলে ছেলেবেলা জানতে কি পেলে/ তিন বছরের সেই সিরিয়ার ছেলে’। গানটির সঙ্গীত পরিচালনা করছেন শওকত আলী ইমন।
আসিফ এক ফেসবুক স্ট্যাটাসে জানান, কবীর সুমনের সাথে তার গান করার ইচ্ছে অনেকদিনের। গত ২৯ জুন সন্ধ্যায় এ দুই শিল্পী অনেকক্ষণ কথা বলেন। আসিফ লেখেন, ‘সুমন দাদা আমার কণ্ঠ শুনে পছন্দ করেছেন। বলেছেন, এমন কণ্ঠ ওপার বাংলাতেও নেই। আমার জন্য গান তৈরি করতে তার ভালো লাগবে বলেও জানান। এখন থেকে তিনি আমার জন্য গান তৈরি করতেই থাকবেন আর আমি গাইতেই থাকব—এটাই সিদ্ধান্ত হয়েছে।