Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিরক্ত অমিতাভ রেজা


২ জুলাই ২০২০ ১৩:৫২

‘আয়নাবাজি’খ্যাত নির্মাতা অমিতাভ রেজার দুই দশকের ক্যারিয়ার বাংলাদেশের মিডিয়ায়। বিজ্ঞাপন, টিভি নাটক, সিনেমা, ওয়েব কোন জায়গায় তার বিচরণ নেই। সব জায়গায় তার গুণের ছাপ রেখেছেন।

এ করোনাকালে অন্য সবার মতো অমিতাভ রেজাও শুটিং বন্ধ রেখেছিলেন। ঘরে শুয়ে বসে সময় কাটিয়েছেন। যদি মাঝে ঘরবন্ধী অবস্থায় শুটিং করেছেন বিশেষ আয়নাবাজির।

ঈদের পর থেকে নির্মাতারা একে একে নির্মাণ ফিরছেন। তিনি নিজেও ফিরেছেন বিজ্ঞাপন নিয়ে। বুধবার (১ জুলাই) হরলিক্সের একটি বিজ্ঞাপনের শুটিং করেছেন। কিন্তু তিনি সব কিছু নিয়ে বিরক্ত। কিন্তু কেন?

তিনি বলেন, ‘আমি নাখোশ নিউ নরমাল শুটিং অভিজ্ঞতা নিয়ে। এভাবে আসলে কাজ করা মুশকিল। এক বিন্দু মজা পাইনি শুটিং করে। কী একটা রবোটিক অবস্থা।’

তাহলে কেনো শুটিং করছেন? ‘আসলে আমি আরও ছয় মাস বসে বসে খেতে পারতাম। কিন্তু আমার প্রতিষ্ঠান হাফ স্টপ ডাউনের কর্মীদের বেতন দিতে পারতাম না। জমানো টাকাও শেষ। হয়তো অনেককেই ছাটাই করতে হতো। কিন্তু সেটা তো সমাধান নয়। তাই কষ্ট ভুলে শুটিংয়ে আসলাম’— বলেন অমিতাভ।

অমিতাভ রেজা নির্মিত দ্বিতীয় ছবি ‘রিকশা গার্ল’ বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে।

অমিতাভ রেজা বিরক্ত রিক্সা গার্ল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর