মহেশ ভাটের বাড়িতে সাপ
২ জুলাই ২০২০ ১২:৫০
বলিউডের প্রভাবশালী নির্মাতা, প্রযোজক মহেশ ভাট। থাকেন মুম্বাইয়ে বিশাল আলিশান বাড়িতে। সে বাড়িতে কী নেই? বিলাসিতার চূড়ান্ত সব আয়োজন। ভাট পরিবারের আয়েশ করার জন্য রয়েছে এক সুইমিং পুল। সে পুলে বুধবার (১ জুলাই) ঢুকে পড়েছিলো এক অনাহুত অতিথি।
সে অতিথি নিয়ে সবাইকে জানিয়েছেন মহেশ ভাটের স্ত্রী সনি রাজদান। তার ইনস্টাগ্রাম আইডিতে একটি ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যায় সুইমিং পুলে ঘুরে বেড়াচ্ছে এক সাপ।
সানী লেখেন, আমাদের সুইমিং পুলে আজ একজন অতিথি এসেছেন। কিছুক্ষণ পুলের পানিতে খেলা করলো, তারপর ডুব দিলো। আমরা তাকে ঝোপঝাড়ে যেতে সাহায্য করলাম।
ভিডিওতে দেখা যায়, সুইমিং পুলের ধার দিলে পানিতে নামছে সাপটি। একটা সময় সাপটি সবুজ ঝোপে মিশে যায়।
সানির ভিডিও দেখে ভয় পেয়েছেন অনেকেই। তা কমেন্ট বক্সে দেখা গেছে। নীতু কাপুর তো কমেন্টে লেখেন, খুব ভয় লাগছে। তবে বেশির ভাগ লোকই সানিকে আশ্বস্ত করেছেন এটি কোন বিষাক্ত সাপ নয়।