Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করণকে এড়িয়ে চলেন বলিউডের অনেক তারকা


২৮ জুন ২০২০ ২২:৫৮

একটা মুত্যু যে গোটা বিনোদন ইন্ডাস্ট্রিকে এভাবে নাড়িয়ে দেবে, তা বোধহয় কেউ কল্পনাও করতে পারেননি! সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যু বলিউড ইন্ডাস্ট্রিতে বেশ কয়েকটি বিতর্ক জন্ম দিয়েছে। স্বজনপ্রীতি থেকে শুরু করে প্রতিপত্তিশালীদের হুমকি দেওয়া, এমন অনেক বিষয়ই উঠে আসছে প্রতি মুহূর্তে। আর এই অভিযোগের তীর এখন সব থেকে বেশি করণ জোহরের দিকেই। এবং তা এতটাই বেশি যে, সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারদের কুৎসিত মন্তব্যে অতিষ্ঠ হয়ে করণ ইতিমধ্যেই তার টুইটার একাউন্টে সমস্ত তারকাদের আনফলো করে দিয়েছেন। সম্প্রতি নিজেই মুম্বই ফিল্ম ফেস্টিভ্যাল বোর্ড থেকে পদত্যাগ করলেন।

বিজ্ঞাপন

করণ জোহরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের মধ্যে রয়েছে, তিনি শুধু স্টার কিডদেরই সুযোগ দেন। আবার অনেকের কেরিয়ার ধ্বংস করার পেছনেও রয়েছে তার হাত। অনেকেই বলেন, দীর্ঘদিন ধরে বলিউড সাম্রাজ্যে নোংরা রাজনীতি করছেন তিনি। হয়তো এসব কারনেই বলিউডের অনেক তারকাও অপছন্দ করেন তাকে। চেষ্টা করেন করণকে এড়িয়ে চলার। এবার জেনে নেয়া যাক করণ জোহরকে কারা নিজেদের ‘শত্রু’ বলে মনে করেন-

করণ জোহরকে এড়িয়ে চলার তালিকায় সবার প্রথমেই যে নামটি, তিনি বলিউডের ভাইজান ‘সালমান খান’। করণের পরিচালিত ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে ক্যামিয়ো অ্যাপিয়ারেন্স ছিল সালমানের। কিন্তু এ ছবির পর থেকে করণের সঙ্গে আর কোন কাজ করেননি সালমান। সবসময় করণ জোহরের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেন তিনি। শোনা যায়, করণের শাহরুখকেই বেশি পছন্দ করেন করণ। তাদের দুজনের মধ্যে রয়েছে ঘনিষ্ঠ বন্ধুত্ব। আর এই ঘনিষ্ঠতায় বলিউডে প্রচলিত আছে যে, করণ শুধু শাহরুখকে নিয়েই ছবি করতে চান। এই কারণেই সলমন করণকে পছন্দ করেন না।

মিস্টার পারফেকশনিস্ট আমির খানেরও পুরোপুরি অপছন্দ করণ জোহরকে। তাই তিনি কখনই কাজ করেননি করণের সঙ্গে। এখানেও তার প্রধান কারন শাহরুখ ও করণের ঘনিষ্ঠতা। করণ জোহরের শো তে আমির খানকে করণ জিজ্ঞাসা করেছিলেন, তার শো-তে আসতে এত দেরি করলেন কেন? উত্তরে আমির খান হেসে বলেছিলেন, ‘আমি তো আপনাকে ঠিক করে জানিই না। আপনার সম্পর্কে অনেক কিছুই শুনেছি। তা হয়ত ভুলই শুনেছি’। এরপরই করণ জানতে চেয়েছিলেন, আমিরের কাছে ইন্ডাস্ট্রির কোন জিনিসটা একেবারে অপছন্দ, কিন্তু পছন্দ করার নাটক করতে হয়। আমির খান সাথে সাথেই জবাব দিলেন, ‘কফি উইথ করণ’।

বিজ্ঞাপন

করণ জোহরের বেশ কয়েকটি ব্যবসাসফল ছবির প্রধান অভিনেত্রী কাজল। করণের সঙ্গে বন্ধুত্ব থাকলেও কাজল ব্যক্তিগত ভাবে তাকে পছন্দ করেন না। একই সঙ্গে করণকে এড়িয়ে চলেন কাজলের স্বামী বলিউড তারকা অজয় দেবগনও। করণের কোন ছবিতে কখনই কাজ করেন নি অজয়। করণের ছবির স্ক্রিপ্ট একেবারেই অপছন্দ অজয়ের। জানা যায়, অ্যায় দিল হ্যায় মুশকিল ছবিকে ভাল আর অজয় দেবগন অভিনীত শিবায় ছবিকে খারাপ রেটিং দেওয়ার জন্য কেআরকে-কে টাকা দিয়েছিলেন করণ। তার এটা প্রকাশ্যে জানিয়ে দিয়েছিলেন কমল আর খান (কেআরকে) নিজেই। পরে সেই ভিডিও অজয় দেবগণ সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন। আর কাজল সেটা শেয়ার করে মন্তব্য করেন, ‘আই অ্যাম শকড’।

শুধু অপছন্দ নয়, করণের স্বজনপ্রীতির বিরুদ্ধে একের পর এক মন্তব্য করে প্রতিবাদ জানিয়েছেন বলিউডের স্পষ্টবাদী নায়িকা কঙ্গনা রানাউত। যিনি লড়াই করে বলিউডে নিজেকে দাঁড় করিয়েছেন। কি ভাবে করণ স্বজনপ্রীতিকে প্রাধান্য দেন, স্টারকিডদের কত ভাবে প্রোমোট করেন- এ নিয়ে বার বার মুখ খুলেছেন তিনি। এমন কি সুশান্তের মৃত্যুর পর করণকে একজন ‘মুভি মাফিয়া’ বলেও আক্রমণ করেছেন কঙ্গনা।

করণ জোহর তার শো-তে বলিউডের এক সমকার খ্যাতিমান তারকাদের আমন্ত্রণ জানালেও, কখনই তিনি আমন্ত্রণ জানান নি নব্বইয়ের দশকের বলিউড কাঁপানো অন্যতম অভিনেতা গোবিন্দকে। নতুন তারকাদের তিনি বার বার ডেকেছেন, কিন্তু গোবিন্দকে ডাকার প্রয়োজনই বোধ করেন নি করণ। অভিযোগ আছে যে, করণ কখনই গোবিন্দকে তার ছবি করার প্রস্তাব দেননি। এ প্রসঙ্গে জিজ্ঞাসা করায় সাংবাদিকদের গোবিন্দ বলেছিলেন, ‘করণ ভয়ঙ্কর একটা লোক’।

অজয় দেবগন আমির খান কঙ্গনা রানাউত কফি উইথ করণ করণ জোহর কাজল সালমান খান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর