করোনায় আরো দুর্বল হয়ে পড়েছেন শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা
২৬ জুন ২০২০ ২০:২৯ | আপডেট: ২৭ জুন ২০২০ ১১:১২
শারীরিকভাবে আরো দুর্বল হয়ে পড়েছেন করোনা আক্রান্ত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। গত দুই দিন ধরে শারীরিক দুর্বলতা, ব্যথাসহ করোনার দু-একটি লক্ষণ আগের চেয়েও বেড়ে গিয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। এই কারনে মঙ্গলবার (২৩ জুন) তার করোনার দ্বিতীয় টেস্টটি করানো সম্ভব হয়নি। এদিকে শিল্পীর পারিবারিক সুত্রে জানা যায়, শারীরিক অবস্থার অবনতির কারনে দ্বিতীয় টেস্টটি এক সপ্তাহ পেছানো হয়েছে।
এর আগে রোববার (২১ জুন) রাতে তিনি গণমাধ্যমে জানান, ‘আমি ১২ দিন আগে করোনার পরীক্ষা করাই। তখন সে রেজাল্টে পজেটিভ আসে। আরও দুদিন পর আবার টেস্ট করাবো। আশা করছি নেগেটিভ আসবে।’ প্রয়াত জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান এ শিল্পীর মামা। ১৪ মে তার মৃত্যুর পর থেকে বন্যা সাবধানতা অবলম্বন করছিলেন। পরে তারও করোনা পজেটিভ আসে। বর্তমানে চিকিৎসকের পরামর্শ ও তত্ত্বাবধানে বাসাতেই তার চিকিৎসা চলছে।
করোনা টপ নিউজ রবীন্দ্রসংগীত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা