Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্যাকে নিয়ে বাজে মন্তব্যে ক্ষোভ বাচ্চুর


২৫ জুন ২০২০ ১৫:১৯ | আপডেট: ২৫ জুন ২০২০ ১৫:২১

রবীন্দ্র সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার বরাত দিয়ে দেশিয় গণমাধ্যমগুলোতে সংবাদটি প্রকাশিত হয়েছে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সংবাদটির নিচে বা শেয়ার করে অনেকেই অনেক ধরনের বাজে মন্তব্য করছেন।  এসকল মন্তব্যকারীদের বিরুদ্ধে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করছেন বিশিষ্ট নাট্যজন ও চলচ্চিত্র পরিচালক নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু।

বাচ্চু লেখেন, ‘বরেণ্য রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরি বন্যার করোনা রোগে আক্রান্ত হওয়া নিয়ে কতিপয় অসুস্থ মানসিকতার “নামানুষ” যেভাবে অশ্লীল উক্তি করছে, তাদের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ এনে কোনও শিল্পী বা শিল্পী সংগঠন এখনো শাস্তি দাবী করেনি।অথচ ওয়েব সিরিজে অশ্লীলতার বিরুদ্ধে সবাই দেশ ও সংস্কৃতি রক্ষা ও দোষী নির্মাতার শাস্তি দাবী করে আইনানুগ ব্যবস্থার সুপারিশ করেছেন। শুধু বন্যা নন দেশের প্রায় সকল নারী শিল্পীর বিরুদ্ধে অপপ্রচার ও কুরচিপূর্ণ মন্তব্য হরহামেশা অনলাইনে দৃ্শ্যমান।পাশাপাশি অনলাইনে ও টেলিভিশনে কতিপয় মোল্লা ওয়াজ মহফিলের নামে নারীদের নিয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য ও ফতোয়া দিচ্ছেন, তা রীতিমত অশ্লীল ও দেশীয় আইন লঙ্ঘনের দণ্ডনীয় অপরাধ। আমরা যারা ভিজ্যুয়াল কনটেন্টে অশ্লীলতার বিরুদ্ধে সরব আবার তারাই ধর্মের নামে ও যৌন বিকারগ্রস্ত কতিপয় “নামুষের” মন্তব্যের বিরুদ্ধে সম্পূর্ণ নিশ্চুপ।

বিজ্ঞাপন

আমি অত্যন্ত দৃঢ়তার সাথে মানবিক সংস্কৃতি বিরোধী অপপ্রচার ও কুরুচিপূর্ণ মন্তব্যকারী এবং ধর্মব্যবসায়ীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি বিধানের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। একই সাথে সকল শিল্পীদের এই অপপ্রচারের বিরুদ্ধে সর্বাত্নক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।’

বিজ্ঞাপন

গত রবিবার (২১ জুন) রাতে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘আমি ১২ দিন আগে করোনার পরীক্ষা করাই। তখন সে রেজাল্টে পজেটিভ আসে। আরও দুদিন পর আবার টেস্ট করাবো। আশা করছি নেগেটিভ আসবে।’ প্রয়াত জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান এ শিল্পীর মামা। ১৪ মে তার মৃত্যুর পর থেকে বন্যা সাবধানতা অবলম্বন করছিলেন। পরে তারও করোনা পজেটিভ আসে।

নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু বাজে মন্তব্য রেজওয়ানা চৌধুরী বন্যা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর