Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি সিরিজের সাথে সনু নিগমের দ্বন্দ্ব প্রকাশ্যে


২৩ জুন ২০২০ ১৮:৩০

সুপারস্টার গায়ক সনু নিগম বলিউডের সঙ্গীত জগতে মাফিয়াদের রাজত্য ও নেপোটিজম নিয়ে বেশ কয়েকদিন ধরে সরব। আগে কারও নাম না নিলেও এবার সরাসরি টি সিরিজের মালিক ভূষণ কুমারের নাম নিলেন। বললেন, আমার সাথে পাঙ্গা নিতে আসিস না।

এর ফলে প্রকাশ্যে এলো বহুদিন ধরে সনুর সাথে টি সিরিজের বড় আকারের দ্বন্দ্বের বিষয়টি। সনু সরাসরি ভূষণকে ‘তুই’ সম্বোধন করে এক ভিডিও প্রকাশ করেন তার ইনস্টাগ্রামে।

সনু নিগম ভিডিওতে বলেন, ‘এবার তো তোর নাম নিতেই হচ্ছে আমাকে। আর এখন থেকে তুই বলেই তোকে সম্মোধন করব,তুই এটারই যোগ্য। তুই ভুল লোকের সঙ্গে পাঙ্গা নিয়ে নিয়েছিস। তুই ভুলে গেছিস সেই সময়টা যখন আমার আছে এসে বলেছিল, ভাই দয়া করে আমার একটা অ্যালবাম করে দাও..দিওয়ানা করে দাও। বলেছিলি ভাই স্মিতা ঠাকুরের সঙ্গে দেখা করিয়ে দাও, বাল ঠাকুরের সঙ্গে সাক্ষাত করিয়ে দাও। আবু সালেমের হাত থেকে আমাকে বাঁচাও। আবু সালেম আমাকে গালিগালাজ করছে.. মনে আছে? এই সব জিনিস মনে আছে না ভুলে গিয়েছিস? আমি তোকে বলে দিচ্ছি কিন্তু আমার সঙ্গে ঝামেলায় জড়াস না।’

https://www.instagram.com/tv/CBkwC8Uhs_H/?utm_source=ig_web_button_share_sheet

ভিডিওতে তিনি অভিযোগ করেন ভূষণ কুমার অন্য সঙ্গীতশিল্পীদের সঙ্গে নিয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তবে এ বিষয়ে টি সিরিজ বা ভূষণ কুমারের কোন বক্তব্য পাওয়া যায়নি।

তবে ভূষণের স্ত্রী দিব্যা সনুকে ‘অকৃতজ্ঞ’ হিসেবে অবিহিত করে পোস্ট দিয়েছেন ইনস্টাগ্রামে।

টি সিরিজ দ্বন্দ্ব সনু নিগম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর