Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যদি এভাবে দূরে সরিয়ে না দিতে, কত কি করতে পারতাম আমি…


১৭ জুন ২০২০ ১০:১৯ | আপডেট: ১৭ জুন ২০২০ ১০:২০

কৃতি স্যানন ও সুশান্ত সিং রাজপুত- দুজনের একসাথে সিনেমা ‘রাবতা’। এ ছবি থেকে শুরু হয় দুজনের বন্ধুত্ব- যা একটা সম্পর্কে রূপ নেয়। কিন্তু বেশিদিন গড়ায় নি তাদের প্রেমপর্ব। সম্পর্ক ভেঙে পথ আলাদা হয়ে যায় কৃতি ও সুশান্তের। এরপর সুশান্তের জীবনে আসেন রিয়া চক্রবর্তী। সেদিন প্রেমের কথা তখন স্বীকার না করলেও আজ সুশান্তের প্রয়াণের পর কৃতি তাদের সম্পর্কের কথা সামনে এনেছেন। জানিয়েছেন, সম্পর্ক হয়তো ভেঙে গিয়েছে। কিন্তু আজও কৃতির মনজুড়ে রয়েছেন তার ‘সুশ’।

বিজ্ঞাপন

 

সুশান্ত সিং রাজপুত’র মৃত্যুতে ভেঙে পড়েছেন তিনি। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে সুশান্তের সঙ্গে নিজের তিনটি ছবি দিয়ে শেয়ার দিয়ে কৃতি স্যানন লিখেছেন, ‘সুশ… আমি জানি তোমার উজ্জ্বল মস্তিষ্কই তোমার প্রিয় বন্ধু আর সবচেয়ে খারাপ শত্রু। কিন্তু তোমার জীবনে একটা মুহূর্ত এসেছিল যখন তোমার কাছে বেঁচে থাকার চেয়ে মৃত্যুটাই বেশি সহজ মনে হয়েছিল… এই ভাবনাটাই আমাকে ভিতর থেকে ভেঙে দিয়েছে। সেই মুহূর্তে তোমার পাশে যদি কেউ থাকত… যে তোমাকে সবসময় ভালবেসেছে, তাকে যদি তুমি দূরে সরিয়ে না দিতে… তোমার মধ্যে যা ভেঙে গিয়েছিল, তা যদি আমি জোড়া লাগাতে পারতাম… আমি পারিনি… কত, কত কি করতে পারতাম আমি… আমার মনের একটা অংশ তোমার সঙ্গে চলে গিয়েছে… আর একটা অংশ সবসময় তোমাকে বাঁচিয়ে রাখবে। কখনও তোমার জন্য প্রার্থনা করা থামাইনি আর থামাতেও পারব না…’

ছবিতে আত্মহত্যা করতে নিষেধ করেছিলেন অথচ রিয়েল লাইফে আত্মহত্যার পথটাই বেছে নিলেন সুশান্ত সিং রাজপুত। রোববার সকালে মুম্বাইয়ের বান্দ্রার বাড়ি থেকে উদ্ধার হয় সুশান্তের ঝুলন্ত দেহ। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। মাত্র ৩৪ বছর বয়সেই সবকিছুকে দূরে সরিয়ে পরপারে পাড়ি দিলেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত।

কৃতি স্যানন রাবতা সুশান্ত সিং রাজপুত

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর