Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিথিলা ফারজানা’র আলাপনে গাইবেন দুই বাংলার বাপ্পা ও রূপঙ্কর


১৩ জুন ২০২০ ১০:১৬

দুই বাংলার দুই জনপ্রিয় সংগীতশিল্পী আজ (শনিবার) গান শোনাবেন, গান নিয়ে কথা বলবেন অনলাইন আড্ডায়। বাংলাদেশের জনপ্রিয় উপস্থাপক ও সংবাদকর্মী মিথিলা ফারজানা’র সঞ্চালনায় ফেসবুক লাইভ ‘এই আলো এই অন্তরাল’ অনুষ্ঠানে আজ (শনিবার) অতিথি হিসেবে থাকছেন বাংলাদেশের সংগীতশিল্পী ও সুরকার বাপ্পা মজুমদার এবং ওপার বাংলার সংগীতশিল্পী রূপঙ্কর বাগচী।

‘এই আলো এই অন্তরাল’ প্রচারিত হবে আজ (শনিবার) বাংলাদেশ সময় রাত ১০টায় ফেসবুক পেইজ- facebook.com/realmithilafarzana.page/ -লিংকে।

এই আলো এই অন্তরাল ফেসবুক লাইভ বাপ্পা মজুমদার মিথিলা ফারজানা রূপঙ্কর বাগচী