Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবশেষে ‘বোবা রহস্য’


১২ জুন ২০২০ ১২:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলকাতার পরিচালক অভিষেক বাগচির ছবি ‘বোবা রহস্য’। ছবিটির শুটিং নানা কারণে বন্ধ রয়েছে অনেক দিন যাবত। অবশেষে এর শুটিং শুরু হতে যাচ্ছে। এমনটাই জানাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো।

‘বোবা রহস্য’-এ অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা, আমান রেজা ও সব্যসাচী চক্রবর্তী। এ ছবির মাধ্যমে সব্যাসাচীর আবার গোয়েন্দা চরিত্রে ফেরার কথা। এরা ছাড়া আরও রয়েছেন খরাজ মুখার্জি, সুদীপ্ত চক্রবর্তী, দর্শনা বণিক, রাহুল ব্যানার্জি ও অরিন্দম বসুর মতো টলিউড অভিনেতারা।

‘বোবা রহস্য’র মূল ভূমিকায় থাকছেন তিশা। তাকে কেন্দ্র করেই গল্প এগোবে। গোয়েন্দা গল্প হলেও এটি ভৌতিক ছবি। লকডাউনের পরে পরিস্থিতি স্বাভাবিক হলেই শুটিং শুরু হবে।

বিজ্ঞাপন

ছবির অভিনেতা আমান রেজা বলেন, ‘এ ছবির জন্য আমি ও তিশা চুক্তিবদ্ধ। এমনকি অগ্রিম পারিশ্রমিকও দেওয়া হয়েছে। এর দুজন প্রযোজক ছিলেন। একজন সরে যাওয়াতে বাজেট নিয়ে সমস্যা হয়েছিল। এরপর নির্মাতা অভিষেক শুটিং লোকেশন ও কিছু বিষয়ে পরিবর্তন এনেছেন।’