Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন ছবির মুক্তি নিয়ে সংশয়ে অজয়


১১ জুন ২০২০ ১২:৫৬

সিনেমা হল কবে খুলবে, তা এখনও নিশ্চিত নয়। খোলার পরে দর্শকদের সমাগমও অনিশ্চিত। সেই কারণেই হয়তো একের পর এক প্রযোজক অনলাইন প্ল্যাটফর্মে ছবি রিলিজ় করার সিদ্ধান্ত নিচ্ছেন। সুজিত সরকার, করন জোহরের পরে এ বার শোনা যাচ্ছে অজয় দেবগণ’র নাম। অজয়ের প্রযোজনা ‘ভুজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া’ এবং ‘দ্য বিগ বুল’ ছবি দু’টি অনলাইন প্ল্যাটফর্মে রিলিজ় হতে পারে বলে শোনা যাচ্ছে বলিউড ইন্ডাস্ট্রিতে।

ভারতীয় গণমাধ্যম সুত্রে জানা যায়, ‘ভুজ’ ছবিটির কিছু অংশের শুট এখনও বাকি। ‘দ্য বিগ বুল’-এর পোস্ট প্রোডাকশন শেষ পর্যায়ে। সূত্রের খবর, যুদ্ধের কাহিনী নির্ভর ‘ভুজ’ ছবিটির বাকি থাকা অংশ নাকি এডিট এবং স্পেশ্যাল এফেক্টসের মাধ্যমে সেরে ফেলার কথা ভাবছেন নির্মাতারা। প্রযোজনার পাশাপাশি ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগন নিজেই। সাথে আছেন সঞ্জয় দত্ত ও সোনাক্ষী। আর্থিক কেলেঙ্কারির সত্যি ঘটনা অবলম্বনে তৈরি ‘দ্য বিগ বুল’-এ অভিনয় করেছেন অভিষেক বচ্চন ও ইলিয়ানা ডিক্রুজ়। এই দু’টি ছবির মধ্যে ‘দ্য বিগ বুল’-এর অনলাইন প্রিমিয়ার প্রায় নিশ্চিত। বড় ক্যানভাসের পিরিয়ড ড্রামা ‘ভুজ’ নিয়ে বরং অজয় এখনও দোটানায়।

অজয় দেবগণ অনলাইন প্রিমিয়ার অনলাইন প্ল্যাটফর্ম অভিষেক বচ্চন ইলিয়ানা ডিক্রুজ দ্য বিগ বুল ভুজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া সঞ্জয় দত্ত সোনাক্ষী সিনহা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর