Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বটতলা’য় আজ করোনাকালের থিয়েটার ভাবনা


১১ জুন ২০২০ ১২:০৪

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে উৎকণ্ঠা এবং দুশ্চিন্তার মধ্যে সময় পার করছেন সবাই। কোভিড-১৯ ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে এবং মানুষ হয়ে পড়েছে গৃহবন্দী। চিরচেনা স্বাভাবিক জীবন ছেড়ে কঠিন এক জীবনের সাথে অভ্যস্থ হচ্ছি আমরা। নভেল করোনা ভাইরাস সংক্রমণের এই ঘরবন্দি সময়ে নিজেদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে থিয়েটার ক্লাস ও আলোচনাসহ নানামুখি আয়োজন করে আসছে ‘বটতলা’ নাট্যদল।

আজ (১১ জুন) রাত ৯টায় BotTala- a performance space-এ দলটির অন্যতম আয়োজন ‘বটতলার আলাপ’ অনুষ্ঠিত হবে। মোহাম্মদ আলী হায়দার’র সঞ্চালনায় আজকের এই আলাপে ‘করোনাকালের থিয়েটার ভাবনা’ নিয়ে আলোচনা করবেন ভারত থেকে ড. আশিস গোস্বামী, খুলনা থেকে স্বপন কুমার গুহ, সিলেট থেকে রুমা মোদক, রাজশাহী থেকে কামারউল্লাহ কামাল এবং রাঙ্গামাটি থেকে মনি পাহাড়ী। এছাড়াও এ আয়োজনে আরো থাকবে বটতলার সদস্যদের গান, করোনাকালে সংস্কৃতিকর্মীদের পাশে দাঁড়ানোর সংবাদ এবং অভিজ্ঞতা।

বিজ্ঞাপন

‘বটতলার আলাপ’ প্রসঙ্গে ‘বটতলা নাট্যদল’র দলপ্রধান ও এই আয়োজনের সঞ্চালক মোহাম্মদ আলী হায়দার সারাবাংলা’কে বললেন, ‘আমরা চাচ্ছি দুই বাংলার মানুষ কেন্দ্রে ও প্রান্তে কি ভাবছে সেটা তুলে ধরতে। কেন্দ্রের প্রস্তাবনা তো শুনলাম, এবার প্রান্তের মানুষ কি ভাবছে? ওপার বাংলায় কি ভাবছে? এই ভাবনাটা সবার সাথে শেয়ার করা, সাথে থাকছে বটতলার কর্মীদের পারফর্মেন্স। এবং সারা দেশের বিভিন্ন জায়গায় মানুষকে বাঁচানোর জন্য সংস্কৃতি কর্মীরা কে কি উদ্যোগ নিয়েছে, সেটাও জানাব। মূল বিষয় হচ্ছে সারা দেশের থিয়েটারের মানুষ এই মুহুর্তে থিয়েটার নিয়ে কি ভাবছে এবং তার চর্চা, প্রয়োগ বা ভবিষ্যৎ ভাবনা- এই গুলিই আমরা আলোচনায় তুলে আনব। আর এই আলোচনায় সবাই থিয়েটারের মানুষ।’

বিজ্ঞাপন

‘বটতলার আলাপ’ আজ (১১ জুন) রাত ৯টায় ‘বটতলা’র ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল- ‘BotTala- a performance space’ থেকে এই আয়োজন সরাসরি সম্প্রচার করা হবে।

BotTala- a performance space ইউটিউব চ্যানেল কামারউল্লাহ কামাল ড. আশিস গোস্বামী ফেসবুক পেজ বটতলা নাট্যদল বটতলার আলাপ মনি পাহাড়ী মোহাম্মদ আলী হায়দার রুমা মোদক স্বপন কুমার গুহ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর