Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোস্তফা কামাল সৈয়দ স্মরণে ‘অনুপ্রেরণায় প্রিয়জন’


৩ জুন ২০২০ ১১:১৬ | আপডেট: ৩ জুন ২০২০ ১২:০০

বাংলাদেশের টেলিভিশন জগতের অন্যতম পুরোধা মোস্তফা কামাল সৈয়দ। একাধারে যিনি স্বনামধন্য টিভি প্রযোজক, নাট্য নির্দেশক, অভিনেতা, আবৃত্তিকার ও পরিচালক। দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) উপমহাপরিচালক হিসেবে। গণমাধ্যম, বিনোদনসহ বিভিন্ন অঙ্গনের মানুষকে কাঁদিয়ে এই বহুমুখী প্রতিভায় ভাস্বর সম্প্রতি চলে গেছেন না ফেরার দেশে। মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রবিবার (৩১ মে) রাজধানীর স্কয়ার হাসপাতালে ৭৮ বছর বয়সে তিনি মৃত্যু বরণ করেন।

বিজ্ঞাপন

 

মোস্তফা কামাল সৈয়দ’র মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে বিরাজ করছে শোকের ছায়া। তার ৫২ বছরের কর্মজীবনের সঙ্গে নানাভাবে জড়িত শিল্পী-নির্মাতা-প্রযোজকরা স্মৃতিকাতর হচ্ছেন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে। এমনই একটি আয়োজন ডিরেক্টর’স গিল্ডের ‘অনুপ্রেরণায় প্রিয়জন’।

আজ (৩ জুন) রাত ৯টা ৩০ মিনিটে মোস্তফা কামাল সৈয়দ স্মরণে ডিরেক্টর’স গিল্ডের ‘অনুপ্রেরণায় প্রিয়জন’ লাইভ আয়োজনে অংশ নেবেন সৈয়দ হাসান ইমাম, মামুনুর রশীদ, আবুল হায়াত, আফজাল হোসেন, এস আই টুটুল, সামিনা চৌধুরী। ডাঃ আব্দুর নূর তুষারের উপস্থাপনায় এই লাইভ আয়োজনটি প্রচারিত হবে ডিরেক্টর’স গিল্ডের ফেসবুক -এ পেইজ- https://bit.ly/3eMDpSt এবং ইউটিউব চ্যানেল- https://bit.ly/2XpMaMp -এ।

অনুপ্রেরণায় প্রিয়জন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) মোস্তফা কামাল সৈয়দ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর