Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোরবানির ঈদে আসছে না ‘অপারেশন সুন্দরবন’


৩০ মে ২০২০ ১৬:২৭

সুন্দরবনে র‍্যাবের কিছু দুঃসাহসিক কিছু অভিযান নিয়ে দীপংকর দীপন নির্মাণ করছেন ‘অপারেশন সুন্দরবন’। লকডাউনের আগে ছবির অধিকাংশ শুটিং শেষ হয়েছে। কথা ছিলো ছবিটি এ কোরবানির ঈদে মুক্তি দেওয়া হবে। কিন্তু ঈদে আসছে না ‘অপারেশন সুন্দরবন’।

দীপংকর দীপন শনিবার (৩০ মে) বিকেলে সারাবাংলাকে খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের ছবিতে এখনও ঢাকাতে ৩ দিনের শুটিং বাকি। এরচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের ছবিতে প্রচুর গ্রাফিক্সের কাজ বাকি। আমরা মুম্বাই থেকে কাজ করতে চেয়েছিলাম। লকডাউনের কারণে যেতে পারি নাই। এখন কাজ শেষ করা ছাড়া তো মুক্তি সম্ভব না।’

বিজ্ঞাপন

সেক্ষেত্রে কি বিকল্প মুক্তিতে যাবেন? ‘না, এখন পর্যন্ত আমাদের চিন্তা সিনেমা হলে আগে মুক্তি দেওয়া। অন্য চিন্তায় যেতে চাই না। লকডাউনের পরে সিনেমা হলে দর্শকের আনাগোনা স্বাভাবিক হলেই মুক্তির তারিখ ঠিক করবো’—বললেন দীপন।

‘অপারেশন সুন্দরবন’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, রোশান ও নুসরাত ফারিয়া। সিয়াম ও রোশান র‍্যাব কর্মকর্তার চরিত্রে আছেন। এজন্য দুজন র‍্যাব হেডকোয়ার্টারে বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন। নুসরাত ফারিয়া অভিনয় করেছেন একজন বাঘ গবেষক হিসেবে।

ছবিটিতে আরও আছেন রিয়াজ ও তাসকিন রহমান।

ছবিটি শুরুর আগে এক বছরের অধিক সময় ধরে সুন্দরবনের বিভিন্ন অঞ্চল ঘুরে বেড়িয়েছেন পরিচালক ও তার টিম। এর চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা।

‘অপারেশন সুন্দরবন’ প্রযোজনা করছে র‍্যাব ওয়েলফেয়ার ট্রাস্ট।

দীপনংকর দীপন পরিচালিত প্রথম ছবি ‘ঢাকা অ্যাটাক’। ২০১৭ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ছবিটি চারটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে। এছাড়া একই পরিচালকের ‘ঢাকা ২০৪০’ নির্মাধীন রয়েছে।

বিজ্ঞাপন

অনন্য মামুন ত্রিভুজ দীপংকর দীপন সৈকত নাসির

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর