Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কনসার্ট ফর বাংলাদেশ’-এ প্রান্তি’র ওড়িশি নৃত্য


২৯ মে ২০২০ ১৭:৩৭ | আপডেট: ২৯ মে ২০২০ ১৮:৪৭

‘কনসার্ট ফর বাংলাদেশ’ মহামারীকালীন সময়ে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য শিক্ষার্থীদের পরিচালনায় তহবিল সংগ্রহে একটি স্বেচ্ছাসেবী উদ্যোগ। এটি একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম যেখানে বিশ্বজুড়ে গুণী ও খ্যাতিমান শিল্পীরা অনলাইন লাইভ পারফরম্যান্স পরিচালনা করেন।

আজ (শুক্রবার) রাত ৮টায় এই অনুষ্ঠানে ওড়িশি নৃত্য পরিবেশন করবেন অলকা দাশ প্রান্তি। যিনি একাধারে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সিনিয়র নৃত্যশিল্পী ও কল্পতরু’র ওড়িশি নৃত্যশিক্ষক। মাত্র সাত বছর বয়সে বাফা’তে নাচ শেখা শুরু। বাফা থেকে কোর্স শেষ করে শুরু হয় নৃত্যগুরু শিবলি মহম্মদের কত্থক শেখা এবং নৃত্যশিক্ষক শর্মিলা বন্দোপাধ্যায়ের সাথে রবীন্দ্রনৃত্য নিয়ে কাজ করা হয় তার। এরপর কলকাতায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে যাওয়া। সেখানে গুরু অসিমবন্ধু ভট্টাচার্যের কাছে কিছুদিন কত্থক শেখা। ওড়িশি নৃত্যের প্রতি দুর্বলতা সেই ছোটবেলা থেকেই। তাই কলকাতায় থাকাকালীন যুক্ত হলেন উপমহাদেশের বিখ্যাত ওড়িশি নৃত্যশিল্পী ও নৃত্যগুরু শর্মিলা বিশ্বাসের স্কুল ‘ওড়িশি ভিশান এন্ড মুভম্যান্ট’-এ। সেখানে নৃত্যগুরু শর্মিলা বিশ্বাসের কাছ থেকে ওড়িশি নৃত্যের উপর উচ্চতর শিক্ষা গ্রহণ অলকা দাশ প্রান্তি। ২০১৯ সালে বাংলাদেশে ফিরেই কাজ শুরু করেন ওড়িশি নৃত্যের প্রচার ও প্রসারে।

বিজ্ঞাপন

আজকের এই আয়োজন নিয়ে অলকা দাশ প্রান্তি সারাবাংলা’কে জানালেন, ‘এই অনুষ্ঠান নিয়ে সবচেয়ে বড় আনন্দের বিষয় দেশের মানুষের জন্য কিছু করতে পারাটা। পাশাপাশি এটা একটা আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। আমার শ্রদ্ধেয় গুরু শ্রীমতী শর্মিলা বিশ্বাসের একটা কম্পোজিশান এখানে পরিবেশন করতে পারাটাও আমার জন্য সৌভাগ্যের।’

বিজ্ঞাপন

বাংলাদেশে ওড়িশি নৃত্যের চর্চা প্রসঙ্গে ‘প্রান্তি’ আরো বললেন, ‘আমাদের দেশে ওড়িশি নৃত্যের চর্চা একেবারেই কম। তাই এটা আমার একটা বড় দায়িত্ব, ওড়িশি নৃত্য পরিবেশনার মাধ্যমে এখানে যে এটার চর্চা আছে, সেটা আমি তুলে ধরতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে, লকডাউনের এই সময়টাতে আমরা শিল্পীরা পুরোপুরি বেকার হয়ে আছি। তাই এই অনুষ্ঠান গুলোতে অংশ নিতে পারায় নাচের আগ্রহটা বেড়েই গেছে। নিজেকে পছন্দের কাজের সঙ্গে যুক্ত রাখতে পারছি।’

‘কনসার্ট ফর বাংলাদেশ’ লাইভ অনুষ্ঠিত হবে আজ (শুক্রবার) রাত ৮টায় তাদের ফেসবুক পেইজে।

অলকা দাস প্রান্তি অসিমবন্ধু ভট্টাচার্য ওড়িশি নৃত্য কনসার্ট ফর বাংলাদেশ কল্পতরু বাংলাদেশ শিল্পকলা একাডেমি শর্মিলা বিশ্বাস শিবলি মহম্মদ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর