‘আবৃত্তি অনলাইন’র পেইজে আজ ‘পঞ্চকন্যা’র লাইভ
২৬ মে ২০২০ ১৭:৫৯ | আপডেট: ২৬ মে ২০২০ ১৮:১৪
করোনাকালে বন্ধ হয়ে গেছে সবকিছু। পুরো সাংস্কৃতিক অঙ্গনে পড়েছে এর প্রভাব। কোন আয়োজন মঞ্চস্থ করা বা দেখা সম্ভব হয়ে উঠছে না দুই মাসের বেশি সময় ধরে। কিন্তু তাই বলে তো আর বসে থাকা যায় না! সেজন্য ঈদকে কেন্দ্র করে অনলাইনে আয়োজিত হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের। আর এরই ধারাবাহিকতায় আজ (মঙ্গলবার) ‘আবৃত্তি অনলাইন’র পেইজে লাইভ আয়োজনে থাকছে ‘পঞ্চকন্যা’।
‘পঞ্চকন্যা’- একটা বাচিক রেপার্টরি সংগঠন। মুলত বিভিন্ন আবৃত্তি সংগঠনের শুধুমাত্র দক্ষ এবং অভিজ্ঞ নারী আবৃত্তিকারদের নিয়ে দর্শনীর বিনিময়ে আবৃত্তি পরিবেশন করেন তারা। করোনাকালের আগে এই সংগঠন বেশ কয়েকটা পরিবেশনা করেছে। ইতিমধ্যেই বেশ অনেক সাড়াও ফেলেছেন তারা।
‘পঞ্চকন্যা’র মূল উদ্যোক্তা এ দেশের প্রথিতযশা উপস্থাপক ও আবৃত্তিকার শারমিন লাকি জানালেন, ‘পঞ্চকন্যা নিয়ে আমাদের একটাই উদ্দেশ্য, এতোদিন যেসব প্রতিভাবান নারী আবৃত্তিকাররা বিভিন্ন প্রতিকূলতায় সামনে আসতে পারেনি, তাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা’।
এই প্রথমবারের মতো ‘পঞ্চকন্যা’র লাইভ অনুষ্ঠানটি প্রচারিত হবে আজ (মঙ্গলবার) রাত ১০টায় ‘আবৃত্তি online’র পেইজে। আজ এতে অংশ নেবেন- কাজী বুশরা আহমেদ তিথি, শারমিন মৃত্তিকা, তামান্না তিথি, হাবিবা হ্যাপি ও শারমিন লাকি।
অনলাইন আড্ডা আবৃত্তি online পঞ্চকন্যা পঞ্চকন্যা বাচিক রেপার্টরি ফেসবুক লাইভ শারমিন লাকি