Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অমিতাভ শতাব্দীর অন্যতম সেরা অভিনেতা’


২২ মে ২০২০ ১৫:১৩ | আপডেট: ২২ মে ২০২০ ১৫:৩৫

‘গুলাবো সিতাবো’ বর্তমান সময়ের অন্যতম আলোচিত ছবি। ভারত জুড়ে লকডাউন চলছে করোনাভাইরাসের কারণে। এর ফলে ছবিটি সিনেমা হলে মুক্তি না পেয়ে ভিডিও স্ট্রিমিং সাইট আমাজনে মুক্তি পেতে যাচ্ছে। এতে প্রথমবারের মত অমিতাভ বচ্চন ও আয়ুষ্মান খুরানা একসাথে অভিনয় করেছেন।

বলিউডের হালের সেনসেশন আয়ুষ্মান খুরানা তো অমিতাভের সাথে অভিনয় করে দারুণ উচ্ছ্বসিত। তিনি অমিতাভ বচ্চনকে নিয়ে বেশ হৃদয়গ্রাহী একটি স্ট্যাটাস দিয়েছেন ইনস্টাগ্রামে। তিনি হিন্দিতে স্ট্যাটাসটি দিয়েছেন এবং বিগ বি’র সাথে একটি ছবিও পোস্ট করেছেন।

বিজ্ঞাপন

তিনি স্ট্যাটাসেরর শুরুতে অমিতাভকে এ শতাব্দীর অন্যতম সেরা অভিনেতা হিসেবে অবিহিত করেন। তিনি বেশ মজা করেই লিখেন, বিগ বি ছদ্মবেশে তার পাশে না বসে থাকলে তার পক্ষে ‘আই ডোন্ট কেয়ার’ টাইপ এক্সপ্রেশন দেওয়া সম্ভব হতো না।

https://www.instagram.com/p/CAczuFQALZg/?utm_source=ig_web_button_share_sheet

করোনাভাইরাসের কারণে সিনেমা হল কবে খুলবে তার কোন ঠিক ঠিকানা নেই। তাই বলে বসে নেই ‘গুলাবো সিতাবো’র মুক্তি। আগামী ১২ জুন এটি অ্যামাজনে মুক্তি দেওয়া হবে। কমেডি-ড্রামা ঘরানার ছবিটি পরিচালনা করেছেন সুজিত সিরকার। প্রযোজনা করেছেন রনি লাহরি। কাহিনি লিখেছেন জুহি চতুর্বেদী।

অমিতাভ বচ্চন আয়ুষ্মান খুরানা গুলাবো সিতাবো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর