Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তপুর টি-শার্ট কিনলে অর্থ যাবে দুস্থ পরিবারে


১৭ মে ২০২০ ১৭:৫৭

সঙ্গীতশিল্পী রাশেদ উদ্দিন তপু। করোনাকালে মানুষের পাশে দাঁড়ানোর জন্য অভিনব এক উদ্যোগ নিয়েছেন। তার অটোগ্রাফ দেওয়া টি-শার্ট ৫০০ টাকার বিনিময়ে কিনলেই সে টাকা বা সমপরিমাণ অর্থের খাবার চলে যাবে দুস্থ পরিবারের কাছে।

তপু তার ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এসকল তথ্য জানিয়েছেন। এই উপহার পৌঁছে দিবে রিসোর্স কো-অর্ডিনেশন নেটওয়ার্ক বাংলাদেশ (আরসিএনবি) নামের একটি সংগঠন, যারা এই মুহূর্তে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। ডেলিভারিতে কোন চার্জ ধরা হয়নি।এ টিশার্ট কেনা যাবে তপুর ফেসবুক পেইজ থেকে।

বিজ্ঞাপন

২০০৮ সালে প্রকাশ হয় তপুর প্রথম একক অ্যালবাম ‘বন্ধু ভাবো কি’। এরপর ‘সে কে’, ‘আর তোমাকে’ ও ‘দেখা হবে বলেই’ শিরোনামে আরও ৩টি অ্যালবাম প্রকাশ হয় তার। গানের বাইরে মোস্তফা সরয়ার ফারুকীর ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ সিনেমায় অভিনয়ও করেছেন তিনি।

করোনাভাইরাস টি শার্ট তপু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর