Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীরবে রনবীরের পাশে আলিয়া


১৩ মে ২০২০ ১৭:১২

ঋষি কাপুর জীবিত থাকতে ঠাট্টা করে বলতেন ‘আমার শেষযাত্রা মানবশূন্য হবে’। হয়েছেও তাই। লকডাউনের কারণে তার শবযাত্রায় খুব বেশি কেউ অংশ নিতে পারেননি। করোনাঘেরা বিশ্বে তার স্মরণসভাও পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়দের মধ্যেই সীমাবদ্ধ রইল।

ঋষির স্মরণসভায় রণবীরের পাশে পাশে আলিয়া ছিলেন নীরবে। দিয়েছেন তাকে সান্তনা। তবে কোন ছবিতে তাকে দেখা যায়নি।

বাবার ছবির গলায় মালা পরানো ছবির পাশে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান মেয়ে রিধিমা। লকডাউনের কারণে মৃত বাবার মুখ দেখতে হয়েছিলো আলিয়ার ভিডিও কলে। শ্রদ্ধা জানানোর ছবি পোস্ট করে রিধিমা লেখেন, ‘বাবা, সারাজীবন ভালবাসি।’

ঋষি কাপুরের প্রার্থনাসভায় আলিয়া ভাট ছাড়াও উপস্থিত ছিলেন করিশমা কাপুর, শ্বেতা বচ্চন নন্দা, নব্য নভেলি নন্দা, রণধীর কাপুর আর ববিতা কাপুর, আরমান জৈন ও তার স্ত্রী মনীষা মলহোত্র।

আলিয়া ভাট ঋষি কাপুর রনবীর কাপুর

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর