Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যান্ডদল ‘ভাইকিংস’ ছেড়েছেন তন্ময় তানসেন


১২ মে ২০২০ ১৬:৪৭

১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয় রক ধারা ব্যান্ড দল ‘ভাইকিংস’। দলটির প্রতিষ্ঠাকালীন সদস্য তন্ময় তানসেন। দলটির সাথে দীর্ঘ ২৩ বছরের সম্পর্ক ছিন্ন করেছেন তিনি। গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন তন্ময় নিজে।

তন্ময় জানান, সপ্তাহখানেক আগে আনুষ্ঠানিকভাবে ব্যান্ডকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে দলটির সাথে সম্পর্ক ছিন্ন করলেও গান ছাড়ছেন না তিনি। একইসাথে নতুন ব্যান্ড দল গড়ার চিন্তাভাবনাও রয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমি অবশ্যই আবার ব্যান্ড করবো। আমার বিশ্বাস রয়েছে ব্যান্ডইজমে। ভাইকিংসের যত্ন নিতে নিতে আমি ক্লান্ত। এই মহামারীতে যদি টিকে যাই স্বাধীনভাবে গান করবো।’

গান গাওয়ার পাশাপাশি চলচ্চিত্র ‘রানআউট’ ও ‘পদ্মপাতার জল’ ছবি দুটি পরিচালনা করেছেন তন্ময় তানসেন। চলচ্চিত্র দুটি বেশ প্রশংসিত হয়েছে।

তন্ময় তানসেন ভাইকিংস