Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসছে ‘গণ্ডি’র অডিও অ্যালবাম


২৭ এপ্রিল ২০২০ ১৭:৪৩

এ বছরের ৭ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিলো ফাখরুল আরেফিন খান পরিচালিত ছবি ‘গণ্ডি’। আলোচিত ছবিটির অডিও অ্যালবাম প্রকাশ পেতে যাচ্ছে। তবে তা গতানুগতিক অডিও ক্যাসেটে নয়, ইউটিউবে প্রকাশ পাবে।

‘গণ্ডি’ ছবির অফিশিয়াল ফেসবুক পেইজে জানানো হয়, আগামী ২৮ এপ্রিল গড়াই ফিল্মসের ইউটিউব চ্যানেলে গানগুলো শোনা যাবে।

বক্তব্যধর্মী ‘গণ্ডি’ ছবির কাহিনী ৬৫ বছর বয়সী অবসর নেওয়া এক পুরুষ আর ৫৫ বছরের একজন একাকী নারীর জীবনের গল্প নিয়ে। মূলত তাদের দুজনের মধ্যকার বন্ধুত্ব নিয়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয় সেটিই ছবির মূল উপজীব্য।

‘গণ্ডি’র মূল দুই চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তী ও বাংলাদেশের সুবর্ণা মুস্তাফা। এছাড়া আরও আছেন মাজনুন মিজান, অপর্ণা ঘোষ, আমান রেজা, পায়েল মুখার্জিসহ অনেকে।

গণ্ডি ছবির প্রযোজক গড়াই ফিল্মস। ছবির পরিচালক ফাখরুল আরেফিন খান। এটি তার দ্বিতীয় ছবি। তার প্রথম ছবি ‘ভুবন মাঝি’ বেশ প্রশংসিত হয়।

অডিও অ্যালবাম গণ্ডি ফাখরুল আরেফিন খান

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর