Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আনুষ্ঠানিক প্রচারে নাগরিক টিভি


১ মার্চ ২০১৮ ১৬:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

বৃহস্পতিবার (১ মার্চ) থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করছে বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল নাগরিক টিভি। এ উপলক্ষ্যে আয়োজন করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের। ‘স্বপ্ন সীমাহীন’ শিরোনামের এ আয়োজন হবে সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক কেন্দ্রে।

উদ্বোধনী আয়োজনের পর থেকে শুরু হবে ধারাবাহিক নাটক প্রচার। এগুলো হচ্ছে শিহাব শাহীন পরিচালিত ‘লিপস্টিক’, আনিসুল হকের রচনায় আলভী আহমেদের পরিচালনায় ‘শ্বশুর আলয় মধুর আলোয়’, রেদওয়ান রনি পরিচালিত ‘ক্যান্ডি ক্রাশ’ ও মাইনুল হাসান খোকন পরিচালিত ‘আমি তুমি সে’।

দর্শকরা টিভিতে আরো পাবেন সরাসরি গানের অনুষ্ঠান ‘নাগরিক ক্যাফে’। দুই বাংলার অভিনেত্রীদের অংশগ্রহণে নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘বাজলো ঝুমুর তারার নূপুর’। থাকবে কার্টুন সিরিয়াল ‘সুপারম্যান’, স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান ‘দেহঘড়ি’ ও ঝটপট রান্নার অনুষ্ঠান।

বিজ্ঞাপন

অনিমেষ আইচ নির্মিত ‘জোছনাময়ী’, ফেরদৌস হাসান পরিচালিত ‘একপা দুপা’ সহ প্রচার হবে ভ্রমণ বিষয়ক গেইম শো ‘সোলেমান হাজারি’।

সারাবাংলা/পিএ/টিএস