Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লেখক বাঁধন


১ মার্চ ২০১৮ ১৩:১৭

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

অভিনয়ের খাতিরে একজন শিল্পীকে কতকিছুই তো করতে হয়। চরিত্রের প্রয়োজনে নিতে হয় বহুরূপী সাজ। বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সুনিপুণ কায়দায় ফুটিয়ে তুলতে হয় পর্দায়। এসব চরিত্র রূপায়নে তাদেরকে পরিশ্রমও করতে হয় বেশ।

এমনি একজন লেখকের চরিত্রে এবার অভিনয় করছেন লাক্স তারকা বাঁধন। দীপু হাজরার পরিচালনায় ‘রাইটার’ শিরোনামের ওই নাটকে তার সঙ্গে অভিনয় করছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ অপূর্ব। নাটকটি লিখেছেন আহসান হাবিব সকাল।

নাটকের গল্পে দেখা যাবে, অপূর্ব একজন বেকার যুবক, তার প্রেমিকা প্রেমার অন্যত্র বিয়ে হয়ে যাচ্ছে। এর মধ্যেই চাকরি পেয়ে যায় সে। তবে তার কাজটি গতানুগতিক নয়। তাকে বসের বাসায় আসতে হবে প্রতি সন্ধ্যায় এবং বস একটি গল্প বলবেন সেটি তাকে লিখতে হবে। পরবর্তীতে সেটি বই আকারে প্রকাশ পাবে। এখানে লেখক বসের চরিত্রে অভিনয় করেছেন বাঁধন।

অপূর্ব ও বাঁধন ছাড়াও ‘রাইটারে’ আরো অভিনয় করেছেন, গাজী রাকায়েত, টুটুল চৌধুরী, শ্রাবন্তী শ্রাবন, পার্থ নন্দী, সূচনা শিকদার, সুমাইয়া পাপড়ি। নাটকটি শুক্রবারের বিশেষ নাটক হিসেবে রাত ৮ টায় আরটিভিতে প্রচার হবে।

সারাবাংলা/টিএস/পিএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর