এলো অনন্তের ছবির ট্রেলার
১৬ মার্চ ২০২০ ১৩:৫৪
অনন্ত জলিল এ দেশের আলোচিত নায়কদের একজন। ২০১৪ সালে ‘মোস্টওয়েলকাম টু’ মুক্তির পর হুট করে ডুব দিয়েছিলেন। অনেকে ধরে নিয়েছিলেন তিনি চলচ্চিত্র ছেড়ে দিচ্ছেন। না তিনি ফিরছেন ‘দিন দ্য ডে’ দিয়ে। ছবিটি মুক্তি পাবে কোরবানির ঈদে।
কোরবানির চার মাস বাকি থাকলেও এখন থেকেই ছবিটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন অনন্ত জলিল। প্রকাশ করেছেন ট্রেলার।
‘দিন দ্য ডে’র ট্রেলারে তাকে দেখা গিয়েছে অ্যাকশন অবতারে। তবে কমেছে তার আগের ছবিগুলোর তুলনায় অতিরিক্ত গ্রাফিক্সের ব্যবহারের। প্রশংসাও পাচ্ছেন অনেক। ইউটিউবে ট্রেলারের নিচে কমেন্ট বক্সে দর্শকরা বলছেন, অনন্ত নিজেকে বদলে ফেলেছেন অনেক।
দুমিনিট দৈর্ঘ্যের ট্রেলারটিতে অযথা কোন মিউজিক ব্যবহার করা হয়নি। পরিমিত ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশ প্রশংসাও পাচ্ছে।
অনন্ত জলিলের নিজের কাহিনি অবলম্বনে ছবিটির চিত্রনাট্য করেছেন ছটকু আহমেদ। নির্মাণ করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। এতে অনন্ত একজন পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছেন। তার বিপরীতে অভিনয় করেছেন বর্ষা। ছবিটির অধিকাংশ শুটিং হয়েছে বাংলাদেশ আর ইরানে। এছাড়া কিছু শুটিং হয়েছে আফগানিস্তান, তুরস্কে।
এ ছবির মাধ্যমে ইসলাম যে জঙ্গিবাদ সমর্থন করে না তা তুলে ধরা হবে বলে আগে গণমাধ্যমকে জানিয়েছিলেন অনন্ত জলিল।
‘দিন-দ্য ডে’ নির্মিত হয়েছে বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনায়। প্রযোজক হিসেবে থাকছে অনন্তের প্রতিষ্ঠান মুনসুন ফিল্মস ও ইরানের ফারাবি সিনেমা।
https://youtu.be/-DX1T_sJ-bs