Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাপ্পী-সাইমন-মাহিকে নিয়ে পরিকল্পনা


১৩ মার্চ ২০২০ ১৯:৩৪

মাহিয়া মাহির সাথে বাপ্পী ও সাইমন আলাদা আলাদা অভিনয় করলেও একসাথে কখনই কাজ করা হয়নি। জাকির হোসেন রাজু পরিচালিত ‘দবির সাহেবের সংসার’-এ তিন এক হতে গিয়েও এক হয়নি। তবে এবার তিনজন এক হওয়ার একটি সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সৈকত নাসির পরিচালিত ‘লাইফ’-এ তাদের দেখা যেতে পারে। ছবির এ নামটি অবশ্য চূড়ান্ত নয়।

‘লাইফ’ প্রযোজনা করবে পিএইচ এন্টারটেইনমেন্ট। একই সংস্থা থেকে নির্মিত হচ্ছে ‘স্বপ্নবাজী’। প্রতিষ্ঠানটির কর্ণধার পিয়াল হোসেন সারাবাংলাকে বলেন, ‘আমাদের গল্পটি তিনজন নায়কের। এর মধ্যে দুজন নায়ক হিসেবে আমরা বাপ্পী ও সাইমনের ব্যাপারে চিন্তা করছি। আরেকজন নায়ক হিসেবে থাকবে ইউ গট দ্য লুক প্রতিযোগিতা থেকে উঠে আসা মডেল আসিফ। তাদের নায়িকা হিসেবে থাকছে মাহি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমাদের গল্পে তিনজনেরই সমান গুরুত্ব রয়েছে। তারা কেউ সঙ্গীত, কেউ নায়ক কিংবা মডেল হিসেবে সুপারস্টার। কিন্তু দিনশেষে এরা সবাই একা। এদের সবাইকে সম্পর্কের মানে, বন্ধুত্বের মানে বুঝতে শেখায় মাহি।’

পিয়াল জানালেন, ইতোমধ্যে বাপ্পী ও মাহির সাথে এ ছবির ব্যাপারে কথা হয়েছে। তারা তাদের প্রাথমিক সম্মতির কথা জানিয়েছে। এখন সাইমনের সাথে কথা বলা বাকি। তিনি বলেন, ‘আমরা আশা করছি খুব শিগগিরই চূড়ান্তভাবে সবকিছু জানাতে পারবো।’

‘লাইফ’র চিত্রনাট্য করছেন আবদুল্লাহ জহির বাবু। শুটিং শুরু হবে কোরবানির ঈদের পর।

বাপ্পী মাহিয়া মাহি সাইমন সৈকত নাসির

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর