জন্মদিনে নতুন খবর দিলেন তৌকির
৫ মার্চ ২০২০ ১৩:৫৮ | আপডেট: ৫ মার্চ ২০২০ ১৫:০৫
তৌকির আহমেদ—নন্দিত অভিনেতা, পরিচালক। বানিয়েছেন ছয়টি চলচ্চিত্র। বিষয় বৈচিত্র্যতা ও নির্মাণের কারণে চলচ্চিত্রগুলো পেয়েছে দর্শক ও সমালোচকদের ভালোবাসা। পেয়েছেন পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। গত বছরের ফেব্রুয়ারিতে ‘ফাগুন হাওয়ায়’ নির্মাণ করেছিলেন মহান ভাষা আন্দোলনের পটভূমিতে। এরপর এক বছর হয়ে গেলো নতুন কোনও ছবি নির্মাণের ঘোষণা আসছে না।
কবে কোন বিষয় নিয়ে ছবি নির্মাণ করবেন? জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এমন প্রশ্ন করলে সারাবাংলাকে তৌকির আহমেদ বললেন, খুব শিগগিরই চলচ্চিত্র নির্মাণে ফিরবেন তিনি। তিনি আশা প্রকাশ করেছেন এ বছরের ডিসেম্বরেই নতুন ছবি নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন তিনি।
শোনা যাচ্ছে আপনার এবারের ছবি হবে মুক্তিযুদ্ধ নিয়ে?
এমন প্রশ্নের জবাবে তৌকির বলেন, ‘না, তা না। তবে তরুণ প্রজন্মকে নিয়ে ছবি বানানোর ইচ্ছে আছে। পজেটিভ ভাইভের একটা ছবি, যেটাতে তরুণ প্রজন্ম দেশ নিয়ে ভাববে’।
তবে ছবির নাম এখনো ঠিক করেননি তিনি। সবকিছু ঠিক করে খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানাবেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে নির্মিত হচ্ছে তার বায়োপিক ‘বঙ্গবন্ধু’। ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত ছবিটিতে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ভূমিকায় দেখা যাবে তৌকির আহমেদকে।
কেমন লাগছে ঐতিহাসিক ছবিতে থাকতে পেরে?
তৌকির বললেন, ‘নিঃসন্দেহে ভালো লাগছে। বঙ্গবন্ধুর মত মহান নেতাকে নিয়ে ছবিতে থাকছি এটা তো অনেক বড় পাওনা। তাছাড়া শ্যাম বেনেগালের মত নির্মাতার কাজ খুব কাছ থেকে দেখতে পারবো, এটাও অনেক বড় পাওনা।’
মঞ্চে ফিরছেন প্রায় দেড় যুগ পরে ‘অন্ধকার’ নিয়ে। নিজের রচনা ও পরিচালনায় এটি হবে তৌকিরের চতুর্থ মঞ্চ নাটক। তবে এতে তিনি অভিনয় করবেন না। তৌকির বলেন, ‘এতে নাট্যকেন্দ্রের শিল্পীরা অভিনয় করবেন। শরনার্থী সংকট নিয়ে নাটকের গল্প। বর্তমানে রিহার্সেল চলছে। আশা করছি আগামী মাস থেকে মঞ্চে আনতে পারবো।’