খানদের পরে বিষ্ময়কর নাম
৮ ডিসেম্বর ২০১৭ ২১:৩৮ | আপডেট: ৮ ডিসেম্বর ২০১৭ ২১:৩৯
এন্টারটেইনমেন্ট ডেস্ক
‘যাব হ্যারি মেট সেজাল’ মুক্তির পর অনেকেই মনে করেছেন নড়বড়ে হয়ে যাচ্ছে শাহরুখ খানের জনপ্রিয়তা। কিন্তু সব ভুল প্রমাণ করে দিয়ে আবারো জনপ্রিয়তায় প্রথম বলিউড বাদশাহ। এই জরিপ ইন্টারনেট মুভি ডাটাবেজ এর। বছরজুড়ে ভক্ত-দর্শকরা অন্তর্জালে সবচেয়ে বেশি খুঁজেছেন শাহরুখকেই। বলিউড কিং খান অভিনীত ‘রইস’ এবং ‘যাব হ্যারি মেট সেজাল’ মুক্তি পায় এ বছর। আর এই দুই ছবির ওপর ভিত্তি করেই ফলাফল প্রকাশ করেছে আইএমডিবি।
দ্বিতীয় অবস্থানে ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। গত বছরের ‘দঙ্গল’ এবং এ বছরের ‘সিক্রেট সুপারস্টার’ তাকে নিয়ে এসেছে দ্বিতীয় অবস্থানে। ‘সিক্রেট সুপারস্টার’ ছবিতে আমির অভিনয় করেছেন অতিথি চরিত্রে।
তিন খানের রইল বাকি এক। তিনি সালমান খান। টিউবলাইট ছবিটি তাকে বেশি এগিয়ে দিতে পারেনি। তবে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির প্রথম ঝলক প্রকাশের পর বাড়ছে সালমানের রেটিং। ইন্টারনেটে ভক্তদের স্টার মার্ক দেয়া এবং খানদের বিভিন্ন খবর ও ছবি খুঁজে বেড়ানোর চাহিদার ওপর ভিত্তি করেই নির্ধারণ করা হয়েছে তাদের র্যাঙ্কিং।
এ তো স্বাভাবিক গল্প। এমনটাই হয়ে আসছে প্রতি বছর। তবে চতুর্থ স্থানের নামটি জেনে আশ্চর্য হতে পারেন অনেকেই। অভিনেত্রীর নাম ‘তামান্না ভাটিয়া’। ধারণা করা হয়েছিল ‘আনুশকা শেঠি’ দখল করবে চার নম্বর স্থানটি। আশ্চর্যজনকভাবে আট নম্বর স্থানে রয়েছেন ‘বাহুবলি’র এই নায়িকা।
বলিউড ও হলিউডে অভিনয় করে উপমহাদেশে বিখ্যাত হয়েছেন ইরফান খান। তিনি আছেন পাঁচ নম্বরে। এ বছরের অন্যতম আলোচিত স্টার, ‘বাহুবলি’ খ্যাত নায়ক প্রভাসের স্থান হয়েছে ছয় নম্বরে। ‘পিকে’ ছবির মতো আলোচিত ও ব্যবসাসফল ছবিতে কাজ করেও আইএমডিবিতে উন্নতি করতে পারেননি আনুশকা শর্মা। সাত তার র্যাংকিং। অবাক হওয়ার মতই বটে!
হৃত্বিক এবং ক্যাটরিনার অবস্থান হয়েছে সবার শেষে। হৃত্বিক নয় আর ক্যাটরিনা কাইফ পেয়েছেন দশম স্থান।
সারাবাংলা/পিএ/তুসা