Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বলিউডের এই নায়িকাদের আয় কেমন?


২ মার্চ ২০২০ ১৮:২৫ | আপডেট: ৩ মার্চ ২০২০ ১১:০৯

বলিউডে একের পর এক নির্মাণ হচ্ছে বিগ বাজেটের সব ছবি। এসব সিনেমার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে নায়ক-নায়িকা জুটি। নতুন কাহিনী আর চরিত্রে খাপ খাইয়ে নিচ্ছে নায়িকারা, জয় করছে দর্শকদের মন।কখনো সিনেমা ভালো না হলেও নায়িকাদের অসাধারণ অভিনয়ের কারণে বক্স অফিস হিট করে। কোটি দর্শকের মন জয় করে নিজেদেরকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া এসব নায়িকাদের আয় নিয়ে জানবো আজ।

‘কঙ্গনা রনৌত’
মিডিয়াতে তার স্পষ্ট মতামত প্রকাশের জন্য জনসাধারণের কাছে বিশেষভাবে পরিচিত কঙ্গনা রনৌত। নিজেকে বলিউড চলচ্চিত্রে অন্যতম একটি জায়গায় অধিষ্ঠিত করেছেন। ৩ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। সিনেমাপ্রতি তার আয় ১৫ কোটি রুপির ঘরে।

‘দীপিকা পাড়ুকোন’
জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টন খেলতেন ‘দীপিকা‘, তাতে ইতি টেনে আসেন অভিনয়ে। ২০০৭ সালে তার প্রথম বলিউড ব্লকবাস্টার চলচ্চিত্র ‘ওম শান্তি ওম‘ মুক্তি পায়। এরপর হিন্দি, তামিল ও কন্নড় চলচ্চিত্রে দারুণভাবে অভিনয় করে বলিউডে নিজের অবস্থান গড়ে নেন। বর্তমান ‘দীপিকা পাড়ুকোন‘ সিনেমাপ্রতি আয় করেন প্রায় ১৪ কোটি রুপি।

‘প্রিয়াঙ্কা চোপড়া’
বলিউডের অভিনেত্রী হিসেবে সবার কাছে পরিচিত থাকলেও প্রিয়াঙ্কা কিন্ত একজন কণ্ঠশিল্পীও। ২০০০ সালে তিনি মিস ওয়ার্ল্ড উপাধি লাভ করেন। ২০০২ সালে তামিল ঠামিজান চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে আসেন। এরপর একে এক অভিনয় করেন বহু সিনেমায়। বলিউডের এই অভিনেত্রী টাইম ম্যাগাজিনে প্রকাশিত তালিকায় শীর্ষ ১০০ প্রভাবশালী নারীর অন্যতম। বলিউড, হলিউড দাঁপিয়ে বেড়ানো প্রিয়াঙ্কা চোপড়ার ছবি প্রতি আয় প্রায় ১৩ কোটি রুপি।

বিজ্ঞাপন

‘কারিনা কাপুর’
অভিনেতা রণধীর কাপুর ও অভিনেত্রী ববিতা শিবদাসানির ছোট কন্যা কারিনা। ২০০০ সালে রিফিউজি চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেন। বলিউডে লম্বা সময় ধরে নিজের অবস্থান শক্ত করে রাখা এ অভিনেত্রী অর্জন করেছেন ছয়টি ফিল্মফেয়ার পুরস্কারসহ অসংখ্য পুরস্কার। কারিনা কাপুর এখন সিনেমা প্রতি গড়ে প্রায় সাড়ে ১১ কোটি রুপি আয় করেন।

‘ক্যাটরিনা কাইফ’
সবচেয়ে যৌনাবেদনময়ী এশীয় নারী হিসেবে বারবার চিহ্নিত ক্যাটরিনা। ক্যাটরিনা মূলত ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। কর্ম ভিসা নিয়ে ভারতে কাজ করছেন। হিন্দি, তেলেগু, মালয়ালম ভাষার সিনেমায় অভিনয় করে বলিউডে নিজের দাপট প্রতিষ্ঠা করেছেন। ক্যাটরিনা কাইফ বর্তমানে প্রতি ছবিতে গড়ে ১১ কোটি রুপি আয় করেন।

অনুষ্কা শর্মা
অভিনেত্রী, প্রযোজক ও সাবেক মডেল অনুষ্কা। ২০০৮ সালে ‘রব নে বানা দি জোড়ি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে রূপালী জগতের যাত্রা শুরু করেন। বহু সিনেমায় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন বলিউডের এই অভিনেত্রী। প্রতি ছবিতে এখন ৭ থেকে ৯ কোটি রুপি আয় করছেন অনুষ্কা শর্মা।

বিদ্যা বালান
অভিনয় ক্যারিয়ার শুরু করার আগে ভিন্ন ভিন্ন পেশায় ব্যর্থ হয়েছিলেন বিদ্যা বালান। ২০০৩ সালে ‘ভাল থেকো স্বাধীন বাংলা’ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন। এরপর ধীরে ধীরে তিনি বলিউডে নিজের অবস্থান পাকাপোক্ত করেন। এখন সিনেমাপ্রতি আয় করছেন সাড়ে ৯ কোটি রুপি।

‘সোনাক্ষী সিনহা’
অভিনেতা এবং রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহা’র কন্যা সোনাক্ষী। ২০১০ সালে সালমান খানের বিপরীতে দাবাং সিনেমায় অভিনয়ের মাধ্যমে এই জগতে প্রবেশ করেন। তিনি অভিনয়ের দক্ষতার জন্য সমালোচকদের প্রশংসা পেয়েছেন। সোনাক্ষী এখন প্রায় ৫ কোটি রুপি আয় করছেন সিনেমা প্রতি।

বিজ্ঞাপন

অনুষ্কা শর্মা কঙ্গনা রনৌত কারিনা কাপুর ক্যাটরিনা কাইফ দীপিকা পাডুকোন প্রিয়াঙ্কা চোপড়া বলিউডের নায়িকা বিদ্যা বালান সোনাক্ষী সিনহা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর