Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার আমিরের আরেক রূপ


১ মার্চ ২০২০ ১৫:১৫

সিনেমাজগতে এমন কিছু তারকা থাকেন যারা অভিনয় করতে গিয়ে চরিত্রের সঙ্গে একেবারে মিশে যান। শিল্পীর অসাধারণ দক্ষতায় অভিনয় হয়ে ওঠে ‘বাস্তব জীবনের প্রতিফলন’। তেমন-ই একজন অভিনেতা বলিউড তারকা আমির খান।

‘থ্রি ইডিয়ট’এ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করার পর আমির খান ও কারিনা কাপুর জুটিকে এবার দেখা যাবে নতুন সিনেমা ‘লাল সিং চাড্ডা’য়। ছবিটির শুটিং শুরু হয়েছে অনেক আগেই। আমির খান এই সিনেমায় আবির্ভূত হবেন নানা রূপেই!

বিজ্ঞাপন

এবার আসল কথায় আসা যাক। লাল সিং চাড্ডা সিনেমার শুটিংয়ে এতদিন আমির খান ছিলেন ‘শিখ’ রূপী লাল সিং। মুখ ভর্তি বড় দাঁড়ি, মাথায় পাগড়ি, মানানসই চেক শার্ট, প্যান্ট আর স্পোর্টস সু। তবে সম্প্রতি বেশভূষা একেবারে পালটে গেছে আমিরের। এখন হয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তা! সেনা সদস্যের মতো পোশাক, চোখে মোটা ফ্রেমের চশমা আর ছোট চুল- এবারের শুটিংয়ে এটাই আমিরের সাজ।

ধারণা করা হচ্ছে, আমির খান চরিত্রকে নানাভাবে রূপায়ন করা হয়েছে এই সিনেমায়। কারণ তিনি যে সিনেমার নায়ক! নায়কের জীবনের নানা ধাপ তুলে ধরতেও চরিত্রকে এভাবে দেখানো হয়েছে বলে মনে করছেন অনেকেই।

উল্লেখ্য, গত বছর আমির খানের ৫৪তম জন্মদিনে ‘লাল সিং চাড্ডা’ ছবি নির্মাণের ঘোষণা আসে। চলতি বছর বড়দিনে অদ্বৈত চৌহান পরিচালিত এই ছবিটি মুক্তি পাবে।

আমির খান কারিনা কাপুর লাল সিং চাড্ডা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর