করণের ক্যাপে নতুন পালক
২৯ ফেব্রুয়ারি ২০২০ ১১:৫৮ | আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২০ ১২:০১
আরও একটি সাফল্য যোগ হল করণ জোহরের নামে। এবার তিনি ভারতের ‘আইকনিক এন্টারটেইনমেন্ট লিডার অব দ্য ডিকেড’ অ্যাওয়ার্ডে ভূষিত হলেন।
করণ জোহর বলিউড ইন্ডাস্ট্রিতে তার একাধিক ভূমিকার মাধ্যমে সমৃদ্ধ করে যাচ্ছেন ভারতীয় চলচ্চিত্রকে। একাধারে তিনি একজন প্রযোজক, পরিচালক, স্ক্রিন-রাইটার, কস্টিউম ডিজাইনার এবং মাঝেমাঝে অভিনয়ও করেন। এছাড়া টেলিভিশন এবং রেডিওর বিভিন্ন শোতে হোস্টের ভূমিকায়ও তিনি নিয়মিত।
২০০৪ সালে করণ জোহর তার বাবা ইয়াশ জোহরের গড়া ধর্ম প্রডাকশনের দায়িত্ব নেন। তার নেতৃত্বে ধর্ম প্রডাকশন ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিকে দারুণ সব সিনেমা উপহার দিয়ে যাচ্ছে। ২০১৮ সাল থেকে ধর্ম প্রডাকশন ওয়েবসিরিজ নির্মাণও শুরু করে। বিনোদন জগতের বিভিন্ন ধারায় অনবদ্য অবদান রাখায় এবার আইকনিক এন্টারটেইনমেন্ট লিডার অব দ্য ডিকেড সম্মানে ভূষিত হলেন করণ জোহর। সম্প্রতি পদ্মশ্রী পদকে ভুষিত হয়েছে করণ।