Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিয়ে করলেন শওকত আলী ইমন


২৭ ফেব্রুয়ারি ২০২০ ২২:৪০ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২০ ০০:৪২

ঢাকা: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার শওকত আলী ইমন আবার বিয়ে করেছেন। একটি বেসরকারি টিভি চ্যানেলের সংবাদ পাঠিকা হৃদিতা রেজার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকায় ইমনের বোন কণ্ঠশিল্পী আবিদা সুলতানার বাসায় ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

ইমনের ঘনিষ্ঠ বন্ধু লেখক অভিনেতা আহসান কবির সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শওকত আলী ইমনের জন্ম ১৯৭১ সালে ঢাকায়। সংগীতের আবহেই বেড়ে ওঠা তার। মা মুসলিমা বেগম ছিলেন সংগীতশিল্পী। দুই বোন আবিদা সুলতানা ও রেবেকা সুলতানাও সংগীতশিল্পী হিসেবে নামডাক ছড়িয়েছেন দেশজুড়ে।

১৯৯৬ সালে চলচ্চিত্রে সংগীত পরিচালক হিসেবে নাম লেখান ইমন। মাঝে কয়েক বছর বিরতি দিয়ে ফের চলচ্চিত্রের সংগীত পরিচালনা চালিয়ে যান। দেশের গণ্ডি পেরিয়ে ভারতের কলকাতাতেও চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। ঢাকা-কলকাতা মিলিয়ে অর্ধ শতাধিক চলচ্চিত্রে তিনি সংগীত পরিচালনা করেছেন। ‘পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সংগীত পরিচালক ক্যাটাগরিতে ২০১৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন তিনি।

শওকত আলী ইমন এর আগে বিজরী বরকতুল্লাহর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন। ১৭ বছর সংসার করার পর বিচ্ছেদ হয় তাদের। পরে জিনাত কবীরের সঙ্গে সম্পর্ক হয় ইমনের। তবে বিয়ের প্রলোভন দেখিয়েও বিয়ে না করার অভিযোগ এনে মামলা করেছিলেন জিনাত। পরে জিনাতকে বিয়ে করেন ইমন। সে বিয়ে বেশিদিন টেকেনি।

টপ নিউজ বিয়ে শওকত আলী ইমন সংবাদ পাঠিকা হৃদিতা রেজা হৃদিতা রেজা