Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপরাজিতা সংগীতার স্বল্পদৈর্ঘ্য ‘রিভোল্ট’ জিতলো ৮ পুরস্কার


২৬ ফেব্রুয়ারি ২০২০ ১৩:০৬ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২০ ১৩:২৯

ভারতের ‘হট্টমেলা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ থেকে ৮টি পুরস্কার জিতে নিলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রিভোল্ট’। শ্রেষ্ঠ নির্মাতা ও স্ক্রিন প্লে সহ ৮ বিভাগে পুরস্কার জেতে অপরাজিতা সংগীতা পরিচালিত ছবিটি।

যেসব বিভাগে ছবিটি পুরস্কৃত হয়েছে সেগুলো হচ্ছে, ডিরেকশন- অপরাজিতা সংগীতা, ওভারঅল কমপ্যাক্ট প্রোডাকশন- ক্রিয়েটিভ প্রমোশনস, স্ক্রিনপ্লে- শাহাদাত রাসএল, সিনেমাটোগ্রাফি- এল অপু রোজারিও, এডিটিং- সামির আহমেদ,
টাইটেল ডিজাইন- নাইমা জারিফ, ভিএফএক্স- জিসা ক্রিস্টোফার এবং ওভারঅল এক্টিংয়ে সানজিদা প্রীতি, জুলফিকার চঞ্চল, বৈদ্যনাথ অধিকারী, ইরফান হাইউম, দাউদ নূর, রিগান সোহাগ রত্ন, মিঠা মামুন, ডালিম ঢালি, আনোয়ার আনার এবং ইফতেখার আহমেদ বাবু।

বিজ্ঞাপন

বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম আয়োজিত ‘১৫তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র উৎসব’-এর মূল পর্বে প্রিমিয়ার হওয়া ‘রিভোল্ট’ ইতোমধ্যে দেশ-বিদেশের অনেকগুলো উৎসবে প্রদর্শিত হয়েছে।  পরিচালক অপরাজিতা সংগীতা জানান, নারী ও তার যাপিত জীবনের বাকস্বাধীনতাহীন বাস্তবতার গল্প ‘রিভোল্ট’।

অপরাজিতা সংগীতা রিভোল্ট

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর