Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এলো ‘ঊনপঞ্চাশ বাতাস’র ট্রেলার


২৩ ফেব্রুয়ারি ২০২০ ২১:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রকাশিত হয়েছে মাসুদ হাসান উজ্জ্বলের প্রথম সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’র ট্রেলার। এর আগে প্রকাশিত টিজারের মত এবারও রহস্য ধরে রেখেছেন পরিচালক।

পরিচালক মাসুদ হাসান উজ্জ্বলের দুই বছর ধরে নির্মাণ করেন ‘ঊনপঞ্চাশ বাতাস’। গত ১০ ফেব্রুয়ারি সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখেন এবং ১৩ ফেব্রুয়ারি ছবিটি সেন্সর ছাড়পত্র পায়। ছবির মোট দৈর্ঘ্য ২ ঘণ্টা ৪৫ মিনিট।

‘ঊনপঞ্চাশ বাতাস’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন শার্লিন ফারজানা ও ইমতিয়াজ বর্ষণ। পরিচালনার পাশাপাশি ছবিটির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য, শিল্পনির্দেশনা ও সঙ্গীত পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল নিজে। আসিফ হানিফের প্রযোজনায় নির্মাণ করেছে রেড অক্টোবর। নির্বাহী প্রযোজক সৈয়দা শাওন।

বিজ্ঞাপন

মাসুদ হাসান উজ্জ্বল নাট্যকার ও পরিচালক হিসেবে সুপরিচিত। বানিয়েছেন ‘ছায়াফেরী’, ‘যে জীবন ফড়িংয়ের’, ‘থতমত এই শহরে’, ‘অর্থহীন মানিপ্ল্যান্ট’, ‘কাগজ কার্বনের সম্মোহন’, ‘কালো বরফ জমাট অন্ধকার’, ‘ধুলোর মানুষ মানুষের ঘ্রাণ’, ‘অক্ষয় কোম্পানির জুতা’, ‘ফসিলের কান্না’।

আগামী ১৩ মার্চ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।