Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সঞ্জয়লীলা বানসালির ছবিতে ভুমি পেডনেকার


২৩ ফেব্রুয়ারি ২০২০ ১৭:১৯

গত দুই বছরে একের পর এক হিট ছবি উপহার দেওয়ার পর, এ বছর আরও চমক নিয়ে আসছেন ভুমি পেডনেকার। এ বছরে ভুমিকে দেখা যাবে দূর্গাবতী ছবিতে। ভুমির ‘শুভ মঙ্গল যায়দা সাবধান’ ছবিটিও এ বছরে আসার কথা রয়েছে। তার মধ্যেই সঞ্জয়লীলা বানসালি প্রযোজিত ‘ভূত: পার্ট ওয়ান- দ্য হন্টেড শিপ’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন ভুমি পেডনেকার।

এই ছবিটি পরিচালনা করবেন একজন নবাগত পরিচালক। এই ছবির ব্যাপারে এরচেয়ে বেশী কিছু জানানো হয়নি। একটি সূত্র জানিয়েছে, শুধুমাত্র ভুমি পেডনেকার ছাড়া এই ছবির অন্যান্য চরিত্রে কারা অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত হয়নি।

বিজ্ঞাপন

বলিউড হাঙ্গামা জানিয়েছে, এই ‘ভুত: পার্ট ওয়ান- দ্য হন্টেড শিপ’ চলচ্চিত্রের মাধ্যমে ভক্তদের জন্য বড় চমক নিয়ে আসছেন ভুমি পেডনেকার।

ভুমি পেডনেকার ভূত পার্ট ওয়ান- দ্য হন্টেড শিপ সঞ্জয়লীলা বানসালি