Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনপ্রিয় ‘ফ্রেন্ডস’ সিরিজের ২৫ বছর


২২ ফেব্রুয়ারি ২০২০ ১৩:১৪

১৯৯৪ সালে প্রথম প্রচারিত হয়েছিল মার্কিন টিভি সিরিজ ‘ফ্রেন্ডস’ এর প্রথম পর্ব। এরপর টানা দশবছর জনপ্রিয়তার শীর্ষে থাকে সিরিজটি। সেই সিরিজ প্রচারিত হতো ওয়ার্না মিডিয়ার মালিকানাধীন এইচবিও ম্যাক্স স্ট্রিমিং সেবার মাধ্যমে। চলতি বছর ২৫তম বার্ষিকী উপলক্ষে সিরিজের তারকারা আয়োজন করেছে পুনর্মিলনী অনুষ্ঠানের।

জেনিফার অ্যানিস্টন ও ম্যাথিউ পেরি শুক্রবার (২১শে ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত পোষ্ট দেন।
ফ্রেন্ডস সিরিজে মার্কিন তারকা জেনিফার অ্যানিস্টন, কর্টনি কক্স, লিসা কুড্রো, ম্যাট লেব্রাঙ্ক, ম্যাথিউ পেরি, ডেভিড শুইমার অভিনয় করেছেন। পুনর্মিলনী অনুষ্ঠানে তারা সবাই উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনিফার অ্যানিস্টন লিখেছেন, ‘হলি কাউ, দিস ইজ ১০০’। আর ম্যাথিউয়ের পোষ্টে ছিল, ‘দিস ইজ এপিক’। সিরিজের অন্যান্য তারকা জেনিফার ও ম্যাথিউয়ের পোষ্ট শেয়ার দিয়ে লিখেছেন ‘আমরা আবার ফিরে আসছি ফ্রেন্ডস’।
তারকাদের সামাজিক যোগাযোগযোগমাধ্যমে দেওয়া পোষ্টগুলোতে প্রচুর লাইক, কমেন্ট ও শেয়ার হয়েছে। জেনিফার অ্যানিস্টনের পোষ্টে মাত্র ১ ঘন্টায় ৬ হাজার ২০০ লাইক পড়তে দেখা গেছে।

উল্লেখ্য, ২০০৪ সালে ফ্রেন্ডস সিরিজটি প্রচারিত হয়। শুধু সম্প্রচারের সময়ই নয়, দর্শকদের কাছে আজও এই সিরিজের জনপ্রিয়তা এতটুকু হারিয়নি।

জেনিফার অ্যানিস্টন ফ্রেন্ডস

বিজ্ঞাপন

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর