সারার ডাবল রোল
২০ ফেব্রুয়ারি ২০২০ ১৪:৫৭ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৩৮
শাহরুখ খানের জিরো সিনেমা পরিচালনা করার পর আর কোনো সিনেমায় নির্দেশনা দেননি গুণী নির্মাতা আনন্দ এল রাই। তবে গত মাসে বড় এক ঘোষণা দিয়েছেন তিনি। সুপারস্টার অক্ষয় কুমার, সারা আলী খান ও দক্ষিণের ধানুশকে নিয়ে ‘আত্রাঙ্গি রে’ নামের একটি ছবি নির্মাণ করতে যাচ্ছেন তিনি।
এবার জানা গেলো সিনেমাটিতে সাইফ তনয়া সারা আলী খান দ্বৈত ভূমিকায় অভিনয় করবেন। এর আগে আনন্দ এল রাই জানিয়েছিলেন, তার নতুন ভারতের দুটি সংস্কৃতির মিলনমেলা হবে। এর এতেই সারা আলী খানকে হয়তো দেখা যাবে দুটি সংস্কৃতির প্রতিনিধি হিসেবে। তার চরিত্রের মাধ্যমে ভারতের দুটি সংস্কৃতি ফুটে উঠবে।
আনন্দ রাইয়ের ঘনিষ্ঠ হিমাংশু শর্মা ছবির স্ক্রিপ্ট লেখা শেষ করেছেন। শুরুতে ভারতের বিহারে শুটিং হবে। পরে তামিলনাড়ুর ঐতিহাসিক শহর মাধুরাইয়ে চলবে শুটিং। ইতিমধ্যে ছবিতে অক্ষয় কুমারকে একটি বিশেষ লুক দেওয়ার জন্য ডিজাইনের কাজ শুরু করেছেন নির্মাতা।
সিনেমার সংগীত পরিচালনা করবেন এ আর রহমান। আগামী ১ মার্চ থেকে শুরু হবে সিনেমার শুটিং।