কান-এ উদযাপিত হবে ‘ইন দ্য মুড ফর লাভ’র ২০ বছর
২০ ফেব্রুয়ারি ২০২০ ১৩:১৩ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২০ ১৩:১৪
বিশ্বের সবচেয়ে প্রভাবশালী চলচ্চিত্র উৎসব কান-এর অন্যতম সেকশন ‘কান ক্লাসিকস’। সেই সেকশন এবার হংকংয়ের পরিচালক ওঙ কার ওয়াইয়ের বিখ্যাত ছবি ‘ইন দ্য মুড ফর লাভ’র ২০ বছর পূর্তি উদযাপন করবে। একইসঙ্গে ছবিটি নতুন করে বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হবে এ বছরেই।
২০০০ সালে কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল এবং প্রতিযোগীতা বিভাগে ‘ইন দ্য মুড ফর লাভ’ অংশ নিয়েছিলো। ছবিটির প্রধান অভিনেতা টনি লিয়াঙ সেবার উৎসবের সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছিলেন।
এশিয়ান চলচ্চিত্রের অন্যতম সেরা ছবি ধরা হয় ‘ইন দ্য মুড ফর লাভ’ কে। এটির মূল নেগেটিভ থেকে নতুন করে ফোর কে রেজ্যুলেশনের একটি সংস্করণ তৈরি করা হয়েছে। যার সরাসরি তত্ত্বাবধানে ছিলেন পরিচালক ওঙ কার ওয়াই।
আগামী ১২ থেকে ২৩ মে কান চলচ্চিত্র উৎসব চলবে ফ্রান্সে। ‘ইন দ্য মুড ফর লাভ’ প্রদর্শিত হবে ২০ মে।
ইন দ্য মুড ফর লাভ ওঙ কার ওয়াই কান ক্লাসিক কান চলচ্চিত্র উৎসব