হায়দরাবাদ চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের চার ছবি
২০ ফেব্রুয়ারি ২০২০ ১০:৩০ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২০ ১০:৫৯
ভারতের হায়দরাবাদে ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত এই উৎসবে দেখানো হবে বাংলাদেশের আলোচিত চার ছবি।
চার দিনব্যাপী এই উৎসব শেষ হবে ২৪ ফেব্রুয়ারি। আয়োজক হায়দরাবাদ ফিল্ম ক্লাব ও ফেডারেশন অব ফিল্ম সোসাইটি অব ইন্ডিয়া।
হায়দরাবাদের শ্রী সারথী স্টুডিওতে প্রতিদিন সন্ধ্যা ৬টায় দেখানো হবে একটি করে ছবি। প্রথম দিন (২১ ফেব্রুয়ারি) তৌকীর আহমেদের ‘ফাগুন হাওয়ায়’, দ্বিতীয় দিন (২২ ফেব্রুয়ারি) নূর ইমরান মিঠুর ‘কমলা রকেট’, তৃতীয় দিন (২৩ ফেব্রুয়ারি) ১১ তরুণের অমনিবাস চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’ এবং শেষ দিন (২৪ ফেব্রুয়ারি) দেখানো হবে নাসির উদ্দিন ইউসুফের ‘আলফা’।
আলফা ইতি কমলা রকেট তোমারই ঢাকা ফাগুন হাওয়ায় হায়দরাবাদ চলচ্চিত্র উৎসব