Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মন রাখতে গোঁফ ফেলে দিলেন জাস্টিন বিবার (ভিডিও)


১৮ ফেব্রুয়ারি ২০২০ ১২:৩১ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২০ ১৩:১৪

কানাডিয়ান মিউজিকাল সেনসেশন জাস্টিন বিবার রোববার (১৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে হাজির হয়েছেন গোঁফ ছাড়া নতুন চেহারা নিয়ে।

স্ত্রী হেইলি বিবার ও তার ভক্তদের মন রাখতেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।

নিজের গোঁফবিহীন ছবি দিয়ে ওই পোস্টের ক্যাপশনে বিবার লিখেছেন, আমার গোঁফকে আমি ছুটিতে পাঠিয়ে দিয়েছি। নির্দিষ্ট সময় পর সে আবার ফিরে আসবে।

https://www.instagram.com/p/B8pN7jUniT-/

পোস্টের মন্তব্যের ঘরে তার স্ত্রী হেইলি বিবারকে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে। শুধু স্ত্রী নন জাস্টিনের এই সিদ্ধান্তে তার মা প্যাট্টি মালেত্তেও উল্লসিত।
ওই পোস্টেই তার মা মন্তব্য করেছেন, ঈশ্বর তোমার সুমতি দিয়েছেন।

https://www.instagram.com/p/B8pUhemDH71/

জাস্টিন বিবারের গোঁফ তার অনেকে ভক্তকেই বিব্রত করছিল। তাই তার ওই ইনস্টাগ্রাম পোস্টের মন্তব্যে তার কয়েকজন ভক্তকে লিখতে দেখা গেছে – যাক, শেষপর্যন্ত তিনি গোঁফ ফেলেছেন / রেস্ট ইন পিস মুস্টাসিও…হি ওন্ট বি  মিসড।

ইনস্টাগ্রাম জাস্টিন বিবার হেইলি বিবার