Sunday 29 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যালবামের কাজে দেশে ফিরছেন বেবী


২৫ নভেম্বর ২০১৭ ১৪:৩২

বেবী নাজনীন

বিনোদন প্রতিবেদক

অসমাপ্ত অ্যালবামের কাজ শেষ করতে দেশে আসছেন জনপ্রিয় সংগীত শিল্পী বেবী নাজনীন। রবিবার রাত সাড়ে ১১টায় অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আমেরিকা থেকে দেশে আসছেন তিনি। ঢাকায় ফিরে বেবী নাজনীন শুরু করবেন তার অসমাপ্ত নতুন অ্যালবামের কাজ। সঙ্গীতার ব্যানারে নির্মিত এই অ্যালবামটি হবে তার ৫১তম একক অ্যালবাম।

অ্যালবাম ছাড়াও ২৯ নভেম্বর বেবী অংশ নেবেন অল কমিউনিটি ক্লাবের একটি কনসার্টে। আগামী মাসে উত্তরবঙ্গের কয়েকটি জেলা শহরের বিশেষ কিছু অনুষ্ঠানেও অংশ নেওয়ার কথা রয়েছে তার। এরপর সাউন্ডটেক থেকে তার একটি সিঙ্গেল ট্র্যাক প্রকাশ পাবে নতুন বছরের শুরুতে। এর বাইরে জি-সিরিজের ব্যানারেও একটি একক অ্যালবামের রেকর্ডিং করার কথা আছে।

রেকর্ডিংয়ের কাজ শেষ করে জানুয়ারির শেষ সপ্তাহে দেশ ছাড়বেন বেবী নাজনীন।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭

বেবী নাজনীন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর