টিভি ব্যাক্তিত্ব শেখ রিয়াজউদ্দিন বাদশা আর নেই
১৬ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৩২ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২০ ১৬:০৯
জনপ্রিয় টিভি-প্রযোজক ও নাট্য নির্মাতা শেখ রিয়াজউদ্দিন বাদশা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না্েলিাহি রাজিউন)। যুক্তরাষ্ট্রের নিউজার্সির প্রিন্সটনে স্থানীয় সময় শনিবার বিকেল ৫টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।
যুক্তরাষ্ট্র প্রবাসী অভিনেতা টনি ডায়েস সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ রিয়াজউদ্দিন বাদশা’র মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
শেখ রিয়াজউদ্দিন বাদশাহ বাংলাদেশ টেলিভিশনের মহাব্যবস্থাপক ছিলেন। বহু জনপ্রিয় অনুষ্ঠানের নির্মাতা হিসেবে সুনাম কুড়িয়েছেন তিনি। এরমধ্যে বাংলাদেশ টেলিভিশনের ঈদ ম্যাগাজিন আনন্দমেলা অন্যতম।
বাংলাদেশ টেলিভিশন থেকে অবসর নেওয়ার পর প্রায় অর্ধ যুগ ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন শেখ রিয়াজউদ্দিন বাদশা।
জানা গেছে, গ্রামের বাড়ি মানিকগঞ্জে সমাধিস্থ করা হবে তাকে।