‘লাল সিং চাড্ডা’তে কারিনার লুক প্রকাশ
১৪ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৩২ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২০ ১৮:০৬
‘মিস্টার পারফেক্টশনিস্ট’ আমির খান এ বছর নিয়ে আসবেন ‘লাল সিং চাড্ডা’। ছবিটি হলিউড ক্লাসিক ‘ফরেস্ট গাম্প’র অফিসিয়াল রিমেক। আজ (১৪ ফেব্রুয়ারি) ভালোবাসা দিবসের মুহুর্তে আমির তার সহশিল্পী কারিনা কাপুরের লুক প্রকাশ করেছেন পোস্টারের মাধ্যমে। একই সাথে লিখেছেন ভালোবাসার সুন্দর একটি বার্তা।
আমির কারিনাকে উদ্দেশ্য করে লিখেন, ‘আমার আশা, যদি তোমার সাথে প্রতিটা ছবিতে রোমান্স করতে পারতাম।’
প্রকাশিত পোস্টারটিতে কারিনাকে একজনের কাঁধে মাথা রাখতে দেখা যায়। অবশ্য লোকটির চেহারা বোঝা যায় না। কারিনার লুকটি পরিপূর্ণ পাঞ্জাবি লুক।
‘লাল সিং চাড্ডা’তে আমির খানের ভক্তরা তার মাঝে বড়সড় পরিবর্তন দেখতে পাবেন। তাকে তিন তিনটি লুকে দেখা যাবে। ইতোমধ্যে লুকগুলো সামাজিক মাধ্যমগুলোতে ব্যাপক আলোড়ন তুলেছে।
ধরা হচ্ছে এ বছরের অন্যতম সেরা ব্যবসাসফল ছবি হবে ‘লাল সিং চাড্ডা’। এটি মুক্তি পাবে ক্রিসমাস ডেতে। আর এখন পর্যন্ত ওইদিনে আমিরের সাথে পাল্লা দেওয়ার জন্য কোন ছবিই আসার ঘোষণা দেয়নি।
‘ফরেস্ট গাম্প’র ভারতীয় সংস্করণের চিত্রনাট্য করেছেন আতুল কুলকারনী। পরিচালনা করেছেন অদ্বৈত্য চন্দন। প্রযোজনা করছে ভাইয়াকম১৮ স্টুডিওস এবং আমির খান প্রোডাকশনস।