Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একমঞ্চে তপন চৌধুরী-অণিমা রায়


১৪ ফেব্রুয়ারি ২০২০ ১৪:৩৬

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বসন্ত উৎসবে একই মঞ্চে গাইবেন কন্ঠশিল্পী তপন চৌধুরী ও অণিমা রায়। সংসদ সদস্যদের আয়োজনে এই বসন্ত উৎসব অনুষ্ঠিত হবে এমপি হোস্টেল অডিটরিয়ামে।

এ প্রসঙ্গে তপন চৌধুরী বলেন,‘অণিমা এ সময়ের গুণী রবীন্দ্রসঙ্গীত শিল্পী। ওর গায়কী আমার ভীষণ প্রিয়। আশা করছি বসন্তকে উদযাপনের এই আয়োজনটি গানে গানে মুখর হবে।  বসন্ত বা ভালোবাসার মাসে স্বাভাবিক ভাবে সকলে রোমান্টিক গানই শুনতে চায়। সেভাবেই কাটবে হয়ত সন্ধ্যাটা।’

বিজ্ঞাপন

অণিমা রায় বলেন, ‘মাননীয় সাংসদদের আয়োজনে একাধিক অনুষ্ঠানে এর আগেও পারফর্ম করেছি। তবে এবারের বসন্ত উৎসবে তপন দা আর আমি একই স্টেজে গাইবো যা খুবই আনন্দের ব্যাপার।রবীন্দ্রনাথের প্রেম-পূজা পর্যায়ের গানগুলো গাইবো। তবে গুণী মানুষদের এই অনুষ্ঠানের আয়োজনটির চমৎকার হয়।’

এদিকে আগামী ১৬ ফেব্রুয়ারি চ্যানেল আইয়ের গান দিয়ে শুরু অনুষ্ঠানে সরাসরি গান গাইবেন অণিমা রায়।

অনিমা রায় তপন চৌধুরী বসন্ত উৎসব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর