Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেটওয়ার্কের বাইরে ২০ দিন


১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৬:০৩ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৬:১০

র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব)-এর অভিযান নিয়ে নির্মিত হচ্ছে ‘অপারেশন সুন্দরবন’। দীপনংকর দীপন পরিচালিত ছবিটির প্রথম অংশের শুটিং শেষ হয়েছে ইতোমধ্যে। বৃহস্পতিবার দ্বিতীয় অংশের শুট শুরু হচ্ছে সুন্দরবনে।

এবারের অংশের শুটিং হবে সুন্দরবনের দুবলারচর, কটকা, হীরন পয়েন্ট এসব জায়গায়। মোট শুটিং হবে এক মাস। এর মধ্যে ২০ দিনই পুরো টিম থাকবে মোবাইল নেটওয়ার্কের বাইরে। এমনটাই জানালেন পরিচালক দীপংকর দীপন।

বিজ্ঞাপন

দীপন বলেন, আমরা এখন গভীর সুন্দরবনে আছি। সমুদ্রের কাছে। এখানে অধিকাংশ জায়গায় বেশিরভাগ সময় মোবাইল নেটওয়ার্ক থাকে না। যার কারণে আমাদের টিমের অধিকাংশ সদস্যের মোবাইল বন্ধ থাকছে। আজকে তো প্রায় ১০ ঘণ্টা পর নেট পেলাম। এখানে আমরা সবমিলিয়ে ৩০০ জনের টিম। প্রথম ২০ দিন গভীর সুন্দরবনে শুটিং হবে, এরপর মংলার আশেপাশে কাজ করবো।

শুধু মোবাইলের নেটওয়ার্ক নয়, অন্য আরও প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে অপারেশন সুন্দরবনকে। দীপন জানালেন, নানা কারণে প্রকৃতি বিরূপ আচরণ করছে। যেগুলো আগে থেকে খুব একটা টের পাওয়া যায় না। তারপরও সবকিছু মোকাবেলা করে শুটিং করছে টিম ‘অপারেশন সুন্দরবন’।

‘অপারেশন সুন্দরবন’-এর প্রধান চরিত্রে অভিনয় করছেন সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল হক রোশান, তাসকিন রহমান, রিয়াজ, সামিনা বাশার, মনোজ প্রামাণিক, দীপু ইমাম, শেখ এহসানুর রহমানসহ অনেকে।

ছবিটি প্রযোজনা করছে র‍্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড।

অপারেশন সুন্দরবন দীপংকর দীপন নুসরাত ফারিয়া রিয়াজ রোশান সিয়াম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর