বদলে যাবার বার্তা দিতে ‘মিঃ পরিবর্তনশীল’
১১ ফেব্রুয়ারি ২০২০ ১২:৫৭ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২০ ১৩:০৪
আমাদের চারপাশে নানান অনিয়ম আর অসঙ্গতিতে ভরা। কখনো কখনো সংসার জীবনেও এর প্রভাব পড়ে। কিন্তু একজন আছেন যিনি এসব অসঙ্গতিকে বদলে দিতে চান। সমাজ সংসারের অনিয়মকে বদলে নিয়মের মধ্যে আনতে চান। আর এ ব্যক্তিটি হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্ব। তবে ব্যাপারটা বাস্তবে ঘেটছে না, ঘটবে নাটকে। সম্প্রতি ‘মিঃ পরিবর্তনশীল’ নামে একটিেএকক নাটকে অভিনয় করেছেন অপূর্ব। যেখানে তার চরিত্রটি এমন।
ভালোবাসা দিবসের জন্য নির্মিত নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মহিদুল মহিম। পরিচালক বলেন, ‘আমরা চেয়েছি নাটকের মাধ্যমে গঠনমূলক একটি মেসেজ দিতে। দর্শকরা নাটকটি পছন্দ করবেন বলে আশা রাখি।’
‘মিঃ পরিবর্তনশীল’-এ অপূর্বের সাথে আরও অভিনয় করেছেন তানজিন তিশা, আনন্দ খালেদ, অনুভব মাহবুব।
‘মিঃ পরিবর্তনশীল’ প্রযোজনা করেছে স্টুডিও এক্স ফর ম্যান। নাটকটি ভালোবাসা দিবসে মোশন রক এন্টাটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।