আঙুলের ছাপ রূপ নিচ্ছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে
১০ ফেব্রুয়ারি ২০২০ ১৮:২৬ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২০ ১৪:৫০
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বর্ষব্যাপী আয়োজন মুজিববর্ষ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ যাদুঘরে চলছে ফিঙ্গারপ্রিন্ট ভিক্তিক ‘ইন্টার্যাকটিভ পেইন্টিং’। জাতির জনকের জীবন ও কর্মের ওপর শত ছবির প্রদর্শনী চলছে তিন দিনের এই আয়োজনে। এর পাশাপাশি প্রদর্শনীতে আগত দর্শনার্থীদের আঙুলের ছাপে অঙ্কিত হচ্ছে বঙ্গবন্ধুর ছবি। তরুণদের মধ্যে ব্যাপকভাবে সাড়া ফেলেছে ব্যতিক্রমী এই উদ্যোগ।
রোববার (৯ ফেব্রুয়ারি) শুরু হওয়া তিন দিনব্যাপী এ আয়োজনে আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) চলছে দ্বিতীয় দিন। আগামীকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) শেষ হবে এই প্রদর্শনী। আর প্রদর্শনীর শেষ মুহূর্তে প্রদর্শন করা হবে দর্শনার্থীদের আঙুলের ছাপে ফুটে ওঠা বঙ্গবন্ধুর প্রতিকৃতি।
‘আছ সত্তায় আছ চেতনায়’ শীর্ষক প্রদর্শনী এবং ‘শতাব্দীর মেলবন্ধন’ শীর্ষক ফিঙ্গারপ্রিন্ট ভিক্তিক ‘ইন্টার্যাকটিভ পেইন্টিং’য়ের এই আয়োজন করেছে সৃজশীল তরুণদের সামাজিক সংগঠন ‘তারুণ্যের কথা’। এই আয়োজনে জাতির জনকের সংগ্রামী জীবনকে উপজীব্য করে আঁকা ১০০টি সৃজনশীল চিত্রকর্ম প্রদর্শন করা হচ্ছে।
প্রদর্শনীতে ঘুরতে আসা শিক্ষার্থী মো. মোবারক হোসাইন বলেন, ‘ফিঙ্গারপ্রিন্ট ভিক্তিক বঙ্গবন্ধুর ছবি অঙ্কনের বিষয়টি একেবারে নতুন। এরকম প্রদর্শনীর কথা জানার পর থেকেই ভাবছিলাম আসব। আসার পর খুবই ভালো লাগছে। বঙ্গবন্ধুকে নিয়ে আরও অনেক বিষয়ই জানতে পারছি। তাতে ভালো লাগাটা আরও বেড়ে গেছে।’
ইতিহাস ভালো লাগে ইয়াসীন আরাফাতের কাছে। বললেন, ‘ইতিহাস আমার পছন্দের বিষয়। ইতিহাসভিত্তিক বই নিয়মিত পড়ি আমি। ইতিহাসের বিষয় উঠে আসে— এমন স্থানেও যাতায়াত করে থাকি। আজ (সোমবার) এখানে এসে বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন সময়ের ওপর পেইন্টিং দেখেছি। তার জীবন তো এক জীবন্ত ইতিহাস। আর সবচেয়ে ভালো লেগেছে আঙুলের ছাপে বঙ্গন্ধুর ছবি অঙ্কনের বিষয়টি।’
এই আয়োজনটি পর্যায়ক্রমে সারাদেশে করা হবে জানিয়ে আয়োজক সংগঠন ‘তারুণ্যের কথা’র সদস্য ইফতেখার সুজন সারাবাংলাকে বললেন, ‘আমরা এই সৃজনশীল চিত্রকর্ম প্রদর্শনের মাধ্যমে বঙ্গবন্ধুর অনুকরণীয় জীবনাদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরব।’
আরো জানালেন, ‘এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীসহ গুণী শিল্পীদের একশ চিত্রকর্ম রয়েছে, যা বঙ্গবন্ধুকে নিয়ে ভাবার মতো। নতুন প্রজন্মকে নিয়ে যেন বঙ্গবন্ধুর জীবনাদর্শের প্রতি আগ্রহ বাড়ে, সেই বিষয়টি সামনে রেখেই এই আয়োজন সাজানো হয়েছে।’
ইন্টারঅ্যাক্টিভ পেইন্টিং তারুণ্যের কথা মুক্তিযুদ্ধ যাদুঘর মুজিববর্ষ শতাব্দীর মেলবন্ধন